27th October 2025 Current Affairs in Bengali | ২৭শে অক্টোবর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 27th October 2025
1.Indian Cricketers' Association (ICA)-এর প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রাঙ্গাস্বামী
2.আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে FIFA World Cup-এর জন্য যোগ্যতা অর্জন করলো কেপ ভার্দে
3.সম্প্রতি ৬টি নতুন ওডোনেট প্রজাতি আবিষ্কৃত হলো কেরালার সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে
4.১০৩ বছর বয়সে মারা গেলেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী চীনা বিজ্ঞানী Chen Ning Yang
5.আগত আদমশুমারিতে আসামের বোডো সম্প্রদায়ের বাথাউ ধর্মের জন্য আলাদা কোড দেওয়া হবে
6.First-Ever State Mining Readiness Index চালু করলো ভারত
7.2026 Winter Olympics-এর মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন ভারতের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা
8."Nafithromycin" নামে তাদের প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করলো ভারত
9.প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে UEFA Youth League-এ খেললেন Yohaan Benjamin
10.আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে প্রথমবার U20 World Cup টাইটেল জিতলো মরক্কো

No comments:
Post a Comment