Breaking



Wednesday 7 February 2024

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF | Measuring Instruments List and Uses PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF | Measuring Instruments List and Uses PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF | Measuring Instruments List and Uses PDF
বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় তথা বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম ও তাদের ব্যবহার তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি? আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

যন্ত্রের নাম ব্যবহার
অ্যাক্সিলেরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র
অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র
অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র
অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র
অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র
ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপের যন্ত্র
স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র
ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র
হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র
ল্যাকটোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র
লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র
ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র
ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র
সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র
স্পাইরোমিটার ফুসফুসের ধারণা ক্ষমতা পরিমাপের যন্ত্র
স্টেনোমিটার দূরত্ব পরিমাপের যন্ত্র
থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের যন্ত্র
ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
কার্ডিওগ্রাফ হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র
স্পিডোমিটার গতিবেগ পরিমাপের যন্ত্র
ক্রোনোমিটার সময় পরিমাপের যন্ত্র
ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র
পাইরোমিটার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র
ফটোটেলিগ্রাফ আলোর গতি মাপার যন্ত্র
ভোল্টমিটার বৈদ্যুতিক বিভব পরিমাপের যন্ত্র
স্টেথোস্কোপ ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্র
অ্যাসিডিমিটার অম্লের ঘনত্ব পরিমাপের যন্ত্র
অ্যাটমোমিটার বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপের যন্ত্র
অ্যারিওমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র
সাইক্লোমিটার চাকার আবর্তন পরিমাপের যন্ত্র
সাইটোমিটার কোষ গণনার যন্ত্র
ডেনড্রোমিটার গাছ পরিমাপের যন্ত্র
ফোসিমিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র
হেলিওমিটার সূর্যের আপাত ব্যাসার্ধ পরিমাপের যন্ত্র
হাইড্রোস্কোপ জলের নীচ দেখার যন্ত্র
কোনিমিটার বায়ুতে ধূলিকণার পরিমাণ পরিমাপের যন্ত্র
লুসিমিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্র
মাইক্রোমিটার ক্ষুদ্র দূরত্ব পরিমাপের যন্ত্র
ওহমমিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র
ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র
সেক্সট্যান্ট সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা এবং কৌণিক ব্যবধান পরিমাপক যন্ত্র
রেনগেজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র
ডেসিবেল শব্দদূষণ পরিমাপক যন্ত্র

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Measuring Instruments List and Uses
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে বিভিন্ন পরিমাপক যন্ত্রঃ

প্রশ্নঃ ত্বরণ বা কম্পন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তরঃ অ্যাক্সিলেরোমিটার। 

প্রশ্নঃ উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ অল্টিমিটার।

প্রশ্নঃ বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ অ্যানিমোমিটার।

প্রশ্নঃ শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ অডিওমিটার।

প্রশ্নঃ বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ব্যারোমিটার।

প্রশ্নঃ মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

প্রশ্নঃ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ফ্যাদোমিটার।

প্রশ্নঃ দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ল্যাকটোমিটার।

প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ সিসমোগ্রাফ।

প্রশ্নঃ তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ থার্মোমিটার।

প্রশ্নঃ হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ কার্ডিওগ্রাফ।

প্রশ্নঃ সময় পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ক্রোনোমিটার।

প্রশ্নঃ আলোর গতি মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ফটোটেলিগ্রাফ।

প্রশ্নঃ গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ স্পিডোমিটার।

প্রশ্নঃ বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ওহমমিটার।

প্রশ্নঃ অম্লের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ অ্যাসিডিমিটার।

প্রশ্নঃ বৈদ্যুতিক বিভব পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ভোল্টমিটার।

প্রশ্নঃ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ রেনগেজ।

প্রশ্নঃ শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তরঃ ডেসিবেল।

1 comment: