Breaking







Sunday, 14 September 2025

WBSSC Group C & D Guide Book 2025 | WBSSC Group C and D Best Book

WBSSC Group C & D Guide Book 2025 PDF | West Bengal SSC Group C and D Preparation Book PDF | KOLOM WBSSC Group C & D GK Guidance eBook

WBSSC Group C & D Guide Book 2025 PDF | West Bengal SSC Group C and D Preparation Book PDF | KOLOM WBSSC Group C & D GK Guidance eBook
WBSSC Group C & D Guide Book 2025 | WBSSC Group C and D Best Book
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
দীর্ঘ কয়েক বছর পর অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। আর এই পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সহযোগিতা করতে কলম টিমের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের Group-C এবং Group-D পরীক্ষার জন্য একটি GK Guidance Ebook লঞ্চ করা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস, গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর থেকে পরামর্শ নিয়ে ইবুকটি রচনা করা হয়েছে।

ইবুকটির মধ্যে রয়েছে ::
  • বিগত দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স (জানুয়ারি ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত), যার মধ্যে রয়েছে প্রায় ২৫০০ প্রশ্ন।
  • ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি, স্পোর্টস, পুরস্কার, কম্পিউটার, বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলি থেকে ৫০০০ এরও বেশি প্রশ্ন।
  • প্রতিটি বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তালিকা।
  • ৫টি সাজেস্টিভ প্র্যাকটিস সেট।
  • এছাড়াও রয়েছে বিগত বছরের প্রশ্নাবলী। 

ইবুকটির দাম ৯৯টাকা এবং মোট পৃষ্ঠা রয়েছে ৪৮৩টি। সুতরাং দেরি না করে ইবুকটি আজই সংগ্রহ করে প্রস্তুতি শুরু করে দিন। মনে রাখবেন এটি ই-বুক অর্থাৎ পিডিএফ ফাইল পাবেন, কোন হার্ড কপি নয়। ইবুকটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া View Demo লেখাটিতে ক্লিক করুন।

■ Demo Ebook Link : View Demo

ইবুকটি সংগ্রহ করতে উপরে দেওয়া নির্দেশিকাটি ফলো করুন
ইবুকটি সম্বন্ধে কোনোরকম জিজ্ঞাস্য থাকলে 8649821527 এই নম্বরে যোগাযোগ করুন

No comments:

Post a Comment