8th September 2025 Current Affairs in Bengali | ৮ই সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
| 8th September 2025 Current Affairs in Bengali | ৮ই সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 8th September 2025
1.আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় ৮ই সেপ্টেম্বর; এবছরের থিম হলো- "Promoting Literacy in the Digital Era"
2.গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদান করতে Bihar Rajya Jeevika Nidhi Saakh Sahkari Sangh Limited -এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
3.রেল কর্মীদের বীমা কভারেজ বৃদ্ধির জন্য SBI -এর সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় রেলওয়ে
4.আমেরিকাতে সমস্ত ধরণের ডাক পরিষেবা স্থগিত করেছে ভারতীয় ডাক বিভাগ
5.AI-Powered India Mobile Congress 2025 App লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
6.তুলা চাষীদের ক্ষমতায়নের জন্য 'Kapas Kisan' অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং
7.ভারতের প্রথম Ground Handling কোম্পানি হিসেবে DGCA কর্তৃক Safety Clearance পেল Air India SATS Airport Services Private Limited (AISATS)
8.Vikram 3201 নামে দেশীয় মাইক্রো প্রসেসর তৈরি করলো ভারত
9.২০২৫-২৬ শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদের জন্য ১০০০টি ই-স্কলারশিপ ঘোষণা করেছে ভারত
10.নিউ দিল্লীতে অনুষ্ঠিত BRICS CCI Healthcare Summit 2025 -এ সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব
Also Check ⇣

No comments:
Post a Comment