7th September 2025 Current Affairs in Bengali | ৭ই সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
7th September 2025 Current Affairs in Bengali | ৭ই সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 7th September 2025
1.২০২৫ আগস্ট মাসে মোট GST সংগ্রহের পরিমাণ ১.৮৬ লক্ষ কোটি টাকা
2.২৯তম Controller General of Accounts (CGA) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন টি.সি.এ. কল্যাণী
3.ভারত ও আমেরিকার মধ্যে 'Yudh Abhyas 2025' নামে ২১তম যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে আমেরিকার আলাস্কাতে
4.Indian Air Force Headquarters -এর Air Officer-in-Charge Maintenance হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল সঞ্জীব ঘুরাটিয়া
5.16th Asian Shooting Championship 2025 -এ পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত; ভারত মোট ৯৯টি পদক জিতেছে- যার মধ্যে ৫০টি সোনা, ২৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ
6.Food Safety and Standards Authority of India (FSSAI) -এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন ১৯৯১ ব্যাচের IAS অফিসার রজিত পুনহানি
7.2025 Dutch Grand Prix জিতলেন অস্ট্রেলিয়ান কার রেসিং ড্রাইভার Oscar Piastri
8.সম্প্রতি T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার Mitchell Starc
9.বিশ্বব্যাপী মহিলা ক্রিকেটকে উৎসাহিত করতে ICC Women's Cricket World Cup 2025-এর প্রাইজ মানি ৪.৪৮ মিলিয়ন ডলার ঘোষণা করলো ICC
10.Badminton World Championships 2026 অনুষ্ঠিত হবে নিউ দিল্লীতে
No comments:
Post a Comment