স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 | WBSSC Group C & D Recruitment 2025
![]() |
| স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 | WBSSC Group C & D Recruitment 2025 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অবশেষে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন-টিচিং স্টাফ তথা Group C (Clerk) এবং Group D পদে নিয়োগের ডিটেইলড নোটিফিকেশন প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। যেখানে শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি উল্লেখিত রয়েছে।
❏ পদের নাম::
- গ্রুপ সি
- গ্রুপ ডি
❏ শুন্যপদ::
| পদের নাম | শুন্যপদ |
|---|---|
| গ্রুপ সি | ২৯৮৯টি |
| গ্রুপ ডি | ৫৪৮৮টি |
| মোট | ৮৪৭৭টি |
❏ শিক্ষাগত যোগ্যতা::
- গ্রুপ সি পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
- গ্রুপ ডি পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
❏ বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
❏ নিয়োগ পদ্ধতি::
- গ্রুপ সি- লিখিত পরীক্ষা, একাডেমিক পারফরম্যান্স, পূর্ববর্তী অভিজ্ঞতা, ইন্টারভিউ (including typing-cum-computer proficiency test)।
- গ্রুপ ডি- লিখিত পরীক্ষা, পূর্ববর্তী অভিজ্ঞতা, ইন্টারভিউ।
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ আবেদন মূল্য:: General/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৪০০/- টাকা এবং SC/ ST/ PH প্রার্থীদের জন্য ১৫০/- টাকা।
❏ গুরুত্বপূর্ণ তারিখ::
| আবেদন প্রক্রিয়া শুরু | ৩রা নভেম্বর ২০২৫ |
| আবেদন প্রক্রিয়া শেষ | ৩রা ডিসেম্বর ২০২৫ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
| শর্ট নোটিফিকেশন | Download |
| ডিটেইলড নোটিফিকেশন | Download |
| ভ্যাকান্সি লিস্ট | Download |
| অফিশিয়াল ওয়েবসাইট | Visit Now |
| টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Also Check ⇣

No comments:
Post a Comment