ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2025 | Union Bank Recruitment 2025 | ব্যাঙ্কের চাকরি 2025
![]() |
ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2025 | Union Bank Recruitment 2025 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ২৫০টি শুন্যপদে ওয়েলথ ম্যানেজার পদে নিয়োগের কথা উল্লেখ করা আছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিম্নে উল্লেখ করা হলো।
❏ পদের নাম:: Wealth Manager.
❏ শুন্যপদ:: ২৫০টি।
❏ মাসিক বেতন:: ৬৪,৮২০/- থেকে ৯৩,৯৬০/- টাকা পর্যন্ত।
❏ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের MBA/ MMS/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM ডিগ্রি থাকতে হবে। সঙ্গে নূন্যতম ৩ বছরের পেশাগত যোগ্যতা থাকতে হবে।
❏ বয়সসীমা:: ১লা আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ আবেদন মূল্য:: SC/ ST/ PwBD প্রার্থীদের জন্য ১৭৭/- টাকা; বাকি সমস্ত প্রার্থীদের জন্য ১১৮০/- টাকা।
❏ নিয়োগ পদ্ধতি::
- Online Examination
- Group Discussion
- Personal Interview
No comments:
Post a Comment