SBI ক্লার্ক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | SBI Clerk Notification 2025
![]() |
SBI ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | SBI Clerk Notification 2025 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৬৫৮৯টি শুন্যপদে Junior Associates (Customer Support & Sales) পদে নিয়োগের কথা উল্লেখ করা আছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিম্নে উল্লেখ করা হলো।
❏ পদের নাম:: Junior Associates (Customer Support & Sales).
❏ শুন্যপদ:: ৬৫৮৯টি (Regular Vacancies- ৫১৮০টি এবং Backlog Vacancies- ১৪০৯টি)।
❏ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
❏ বয়সসীমা:: ১লা এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ আবেদন মূল্য:: General/ EWS/ OBC প্রার্থীদের জন্য ৭৫০/- টাকা; SC/ ST/ PwBD/ XS/ DXS প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
❏ নিয়োগ পদ্ধতি::
- Preliminary Examination
- Main Examination
- Local Language Proficiency Test
❏ গুরুত্বপূর্ণ তারিখ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৬ই আগস্ট ২০২৫ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৬শে আগস্ট ২০২৫ |
***এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Visit Now |
আবেদন করুন | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment