ভারতে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF | Submission of Resignations
![]() |
ভারতে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF | Submission of Resignations |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের পদাধিকারী ব্যক্তিরা কার কাছে পদত্যাগপত্র লিখে পদত্যাগ করতে পারেন তার তালিকা দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষাতে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র দেন? মুখ্যমন্ত্রী কার কাছে পদত্যাগ পত্র জমা দেন? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এসে থাকে।
কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন
পদত্যাগকারী | যার কাছে পদত্যাগ পত্র জমা দেন |
---|---|
রাষ্ট্রপতি | উপরাষ্ট্রপতি |
উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
সুপ্রিমকোর্টের বিচারপতি | রাষ্ট্রপতি |
রাজ্যপাল | রাষ্ট্রপতি |
RBI গভর্নর | রাষ্ট্রপতি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাষ্ট্রপতি |
মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
অ্যাটর্নী জেনারেল | রাষ্ট্রপতি |
CAG | রাষ্ট্রপতি |
সলিসিটর জেনারেল | রাষ্ট্রপতি |
UPSC চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের সদস্য | প্রধানমন্ত্রী |
লোকসভার স্পিকার | লোকসভার ডেপুটি স্পিকার |
লোকসভার ডেপুটি স্পিকার | লোকসভার স্পিকার |
মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
অ্যাডভোকেট জেনারেল | রাজ্যপাল |
অ্যাকাউনট্যান্ট জেনারেল | রাজ্যপাল |
PSC চেয়ারম্যান | রাজ্যপাল |
আইন পরিষদের সদস্য | পরিষদের চেয়ারম্যান |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Submission of Resignations
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment