Breaking



Wednesday 9 August 2023

কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF | Administration of Oath of Office

কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকা PDF | Administration of Oath of Office

কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF | Administration of Oath of Office
কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতে কে কাকে শপথ বাক্য পাঠ করান | কে কাকে শপথ পাঠ করান | কে কাকে শপথ পড়ান এই টপিকটি থেকে প্রায়শই চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে ভারতীয় সংবিধানে উল্লেখিত বিভিন্ন পদাধিকারী ও তাদের কে শপথ বাক্য পাঠ করান তা সুন্দরভাবে উল্লেখিত আছে। সুতরাং দেরী না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

কে কাকে শপথ বাক্য পাঠ করান

পদাধিকারী শপথ বাক্য পাঠ করান
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
অন্যান্য মন্ত্রী রাষ্ট্রপতি
রাজ্যপাল হাইকোর্টের প্রধান বিচারপতি
মুখ্যমন্ত্রী রাজ্যপাল
লোকসভার স্পিকার রাষ্ট্রপতি
লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি
হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল
হাইকোর্টের অন্যান্য বিচারপতি রাজ্যপাল
মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি
কম্পট্রোলার ও অডিটর জেনারেল রাষ্ট্রপতি
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি
MLA রাজ্যপাল

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Administration of Oath of Office
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে কে কাকে শপথ বাক্য পাঠ করানঃ

প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
উত্তরঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ ভারতের রাজ্যপালকে কে শপথ পাঠ করান ?
উত্তরঃ হাইকোর্টের প্রধান বিচারপতি।

প্রশ্নঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাজ্যপাল।

প্রশ্নঃ লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাজ্যপাল।

প্রশ্নঃ মুখ্য নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ ভারতের অ্যাটর্নি জেনারেলকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

1 comment: