4th August 2025 Current Affairs in Bengali | ৪ঠা আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
4th August 2025 Current Affairs in Bengali | ৪ঠা আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 4th August 2025
1.বিশ্ব স্তন্যপান সপ্তাহ কবে পালিত ১-৭ আগস্ট; এবছরের থিম হলো- "Prioritise Breastfeeding: Create Sustainable Support Systems"
2.নৌবাহিনীর ৪৭তম ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন
3.৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির তকমা পেল ডিপ ফ্রিজ
4.Vikram Sarabhai Space Centre (VSSC) -এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র বিজ্ঞানী এ রাজারাজন
5.PM National Dialysis Programme সম্প্রসারিত হয়েছে ভারতের ৭৫১টি জেলায়
6.আর্থিক উপদেষ্টা (প্রতিরক্ষা পরিষেবা) হিসেবে নিযুক্ত হলেন IDAS অফিসার ড. মায়াঙ্ক শর্মা
7.Indian Naval Academy -এর Commandant হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল মনীশ চাড্ডা
8.ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন খালিদ জামিল
9.সম্প্রতি ৮৭ বছর বয়সে মারা গেলেন শিক্ষাবিদ এবং মনোনমানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ভি বসন্তী দেবী
10.প্রথম রাজ্য হিসেবে সরকারি কর্মচারীদের জন্য Sabbatical Leave Scheme চালু করলো সিকিম
No comments:
Post a Comment