3rd August 2025 Current Affairs in Bengali | ৩রা আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
3rd August 2025 Current Affairs in Bengali | ৩রা আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 3rd August 2025
1.জাতীয় তরমুজ দিবস পালন করা হয় ৩রা আগস্ট
2.Air New Zealand -এর পরবর্তী CEO হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত নিখিল রবিশঙ্কর
3.কেরালার Naval Officer-in-Charge হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কমোডর ভার্গিস ম্যাথিউ
4.APG-27 -এর এডিটোরিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান এবং চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন IAFI-এর প্রেসিডেন্ট ভারত বি ভাটিয়া
5.সম্প্রতি ৬৯ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত IDBI -এর প্রাক্তন চেয়ারম্যান টি. এন. মনোহরন
6.2025 Fortune Global 500 তালিকায় ৮৮তম স্থানে রয়েছে Reliance Industries Limited (RIL); প্রথম স্থানে রয়েছে Walmart
7.সম্প্রতি হেরিটেজ স্পোর্টসগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাঞ্জাব সরকার
8.সেনাবাহিনীর পরবর্তী উপ-প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং
9.8th Commonwealth Youth Games অনুষ্ঠিত হবে মাল্টায়
10.১২ই আগস্টকে সাফাই আন্দোলন দিবস হিসেবে ঘোষণা করলো লাদাখ
No comments:
Post a Comment