6th July 2025 Current Affairs in Bengali | ৬ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
6th July 2025 Current Affairs in Bengali | ৬ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 6th July 2025
1.প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া
তালেবান হলো আফগানিস্তানের একটি ইসলামিক মৌলবাদী রাজনৈতিক ও সামরিক সংগঠন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তারা আফগানিস্তানে ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করে শাসন করেছিল। এরপর ২০০১ সালে তাদের ক্ষমতা থেকে উৎখাত করা হয়। আবার পুনরায় ২০২১ সালে তারা আফগানিস্তানের ক্ষমতা দখল করে।
2.বিদ্যুৎ খাতের গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির জন্য IIT Roorkee –এর সাথে MoU স্বাক্ষর করলো CEA
IIT Roorkee : Indian Institute Of Technology Roorkee
প্রতিষ্ঠাকাল : ১৮৪৭
অবস্থিত : উত্তরাখণ্ড
CEA : Central Electricity Authority
সদর দপ্তর : নিউ দিল্লী
3.কলকাতা এবং হায়দ্রাবাদে নতুন Global Trade Finance Centre খুলছে SBI
SBI : State Bank of India
প্রতিষ্ঠাকাল : ১লা জুলাই ১৯৫৫
সদর দপ্তর : মুম্বাই
বর্তমান চেয়ারম্যান : চল্লা শ্রীনিভাসুলু সেট্টি
চল্লা শ্রীনিভাসুলু সেট্টি SBI-এর ২৭তম চেয়ারম্যান
4.Air Officer-In-Charge Administration হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার মার্শাল শিবকুমার
ভারতীয় বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় বিমান কমান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন এয়ার মার্শাল জসবীর সিং মান
বিমান বাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি
Chief of Integrated Defence Staff হিসেবে দায়িত্বে রয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত
5.ভারতের সহযোগিতায় Climate-Resilient Wheat Initiative চালু করলো ঘানা
ঘানা পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র
রাজধানী : আক্রা
মুদ্রার নাম : সেডি
সরকারি ভাষা : ইংরেজি
6.SEBI -এর Executive Director হিসেবে নিযুক্ত হলেন সুনীল জয়বন্ত কদম
SEBI : Securities and Exchange Board of India
প্রতিষ্ঠাকাল : ১৯৮৮ সালের ১২ এপ্রিল
সদর দপ্তর : মুম্বাই
বর্তমান চেয়ারম্যান : তুহিন কান্ত পাণ্ডে
তুহিন কান্ত পাণ্ডে SEBI -এর ১১তম চেয়ারম্যান
7.প্রথম UAE ব্যাঙ্ক হিসাবে GIFT City তে IBU -এর অনুমোদন পেল Mashreq Bank
IBU : IFSC Banking Unit
8.বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হতে চলেছে Nvidia
Apple এর বাজার মূলধন ৩.৯১৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ডকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হতে চলেছে Nvidia, যার বাজার মূলধন ৩.৯২ ট্রিলিয়ন ডলার।
Nvidia একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি। কোম্পানিটি গেমিং, ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং পেশাদার অ্যাপ্লিকেশনের জন্য জিপিইউ ডিজাইন এবং বিক্রি করে।
প্রতিষ্ঠাকাল : ৫ই এপ্রিল ১৯৯৩
সদর দপ্তর : সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া
9.Kho Kho Federation of India -এর প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন সুধাংশু মিত্তল
জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন উপকার সিং ভির্ক
10.দুবাইয়ে প্রথম বিদেশী অফিস খুললো SAIL
SAIL : Steel Authority of India Limited
প্রতিষ্ঠাকাল : ১৯৭৩ সালের ২৪শে জানুয়ারী
সদর দপ্তর : নিউ দিল্লী
বর্তমান চেয়ারম্যান : অমরেন্দু প্রকাশ
No comments:
Post a Comment