মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 PDF | WB Madhyamik Routine 2026 PDF
![]() |
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 PDF | WB Madhyamik Routine 2026 PDF |
কলম ✏
সুপ্রিয় ছাত্রছাত্রী,
আজকের পোস্টে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 PDF টি শেয়ার করলাম। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। যেখানে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে, কোন দিন কোন পরীক্ষা হবে, পরীক্ষার সময়সীমা ইত্যাদি সমস্ত কিছু উল্লেখিত আছে।
মাধ্যমিক রুটিন ২০২৬ |
---|
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ |
পরীক্ষা | মাধ্যমিক ২০২৬ |
পরীক্ষার তারিখ | ২রা ফেব্রুয়ারি - ১২ই ফেব্রুয়ারি ২০২৬ |
ক্যাটাগরি | রুটিন |
অফিশিয়াল ওয়েবসাইট | wbbse.wb.gov.in |
আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি এবং শেষ হবে ১২ই ফেব্রুয়ারি। পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা ১৫ মিনিট, পরীক্ষা হবে সকাল ১০.৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত।
মাধ্যমিক রুটিন 2026
তারিখ | বিষয় |
---|---|
২রা ফেব্রুয়ারি, সোমবার | প্রথম ভাষা |
৩রা ফেব্রুয়ারি, মঙ্গলবার | দ্বিতীয় ভাষা |
৬ই ফেব্রুয়ারি, শুক্রবার | ইতিহাস |
৭ই ফেব্রুয়ারি, শনিবার | ভূগোল |
৯ই ফেব্রুয়ারি, সোমবার | গণিত |
১০ই ফেব্রুয়ারি, মঙ্গলবার | ভৌত বিজ্ঞান |
১১ই ফেব্রুয়ারি, বুধবার | জীবন বিজ্ঞান |
১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয় |
রুটিনটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Madhyamik Routine 2024
Language : English
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment