13th May 2025 Current Affairs in Bengali | ১৩ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
13th May 2025 Current Affairs in Bengali | ১৩ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 13th May 2025
1.টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি
2.Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises (PMFME) প্রকল্প সফলভাবে বাস্তবায়নকারী প্রথম রাজ্য বিহার
3.World Bank Land Conference 2025 অনুষ্ঠিত হলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে
4.প্রথম দেশ হিসেবে National-Level Cryptocurrency Tourism Payment System চালু করলো ভুটান
5.Fixed Income Money Market and Derivatives Association of India (FIMMDA) -কে Self-Regulatory Organisation (SRO) হিসেবে স্বীকৃতি দিলো RBI
6.ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেল ইলন মাস্কের Starlink
7."India@2047: Leading the Global Economic Order" শিরোনামে বই লিখলেন এসপি শর্মা
8.জনসচেতনতা বৃদ্ধি এবং রেল নিরাপত্তা প্রচারের জন্য Chhota Bheem -এর সাথে পার্টনারশিপ করলো Western Railway
9.প্রথম রাজ্য হিসেবে জাহাজ নির্মাণ, মেরামত এবং পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি চালু করলো মহারাষ্ট্র
10.ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য “Bharat Bodh Kendra” উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর
No comments:
Post a Comment