12th May 2025 Current Affairs in Bengali | ১২ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 12th May 2025
1.আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ১২ই মে; এবছরের থিম হলো- "Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies"
2.Comprehensive Economic Partnership Agreement (CEPA) -এর জন্য চিলির সাথে Terms of Reference (ToR) স্বাক্ষর করলো ভারত
3.Roman Catholic Church -এর পোপ হিসেবে নির্বাচিত প্রথম আমেরিকান হলেন Cardinal Robert Prevost
4.10th International Trade Fair শুরু হলো নেপালে
5.72nd Miss World Festival -এ Humanitarian Award -এ ভূষিত হবেন সোনু সুদ
6.Titan Company Ltd -এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় চাওলা
7.মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডার মহিলাদের উপর নিষেধাজ্ঞা জারি করলো England and Wales Cricket Board (ECB)
8.Coco Gauff কে পরাজিত করে তৃতীয়বার Madrid Open শিরোপা জিতলেন Aryna Sabalenka
9.International Solar Alliance (ISA) -এর ১২৩তম সদস্য হিসেবে যোগদান করলো অ্যাঙ্গোলা
10.2024-25 PSA Squash World Championships শুরু হলো শিকাগোতে
No comments:
Post a Comment