4th November 2024 Current Affairs in Bengali | ৪ঠা নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 4th November 2024
1.১৫তম 'VAJRA PRAHAR' যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত-আমেরিকার মধ্যে।
2.ঝাড়খন্ডের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন অলকা তিওয়ারি
3.Hasong-19 নামে নতুন ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করলো উত্তর কোরিয়া।
4.লাদাখের লেহ-তে ভারতের প্রথম Analog Space Mission লঞ্চ করলো ISRO.
5.বাটারফ্লাই পার্ক খোলা হয়েছে অরুণাচল প্রদেশের পাক্কে টাইগার রিজার্ভে।
6.আহমেদাবাদে গুজরাটের বৃহত্তম Waste-to-Energy Plant-এর উদ্বোধন করলেন অমিত শাহ।
7.বতসোয়ানার ষষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডুমা বোকো।
8.১৯টি ভারতীয় কোম্পানিকে নিষিদ্ধ করেছে আমেরিকা।
9.U-19 World Boxing Championships-এ ৭৫ কেজি বিভাগে সোনার মেডেল জিতেছেন ভারতের কৃশা ভার্মা।
10.বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে Deepam 2.0 স্কিম চালু করেছে অন্ধ্রপ্রদেশ।
No comments:
Post a Comment