3rd November 2024 Current Affairs in Bengali | ৩রা নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
3rd November 2024 Current Affairs in Bengali | ৩রা নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 3rd November 2024
1.২০২৪ অক্টোবর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ ১.৮৭ লক্ষ কোটি টাকা।
2.World Agriculture Forum-এর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন Dr Jacqueline d'Arros Hughes.
3.Multi Commodity Exchange (MCX) কোম্পানির MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণা রাই।
4.৯তম যৌথ সামরিক মহড়া 'GARUD SHAKTI 24' পরিচালিত হতে চলেছে ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে।
5.২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে অযোধ্যা।
6.Asian ArmWrestling Cup 2024 জিতেছে কাজাখস্তান; ভারত রানার আপ হয়েছে।
7.NDMC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কেশব চন্দ্র।
8.প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য Elevate 2024 স্কিম চালু করেছে কর্ণাটক।
9.সম্প্রতি ৯৮ বছর বয়সে মারা গেলেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে এস পুট্টস্বামী।
10.আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত Seniors World Wrestling Championships-এ মহিলাদের ৫৯ কেজি বিভাগে ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতের মানসী আহলাওয়াত।
No comments:
Post a Comment