29th November 2024 Current Affairs in Bengali | ২৯শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
29th November 2024 Current Affairs in Bengali | ২৯শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 29th November 2024
1.ভারতের প্রথম Green Hydrogen Fuelling Station খোলা হলো লাদাখের লেহতে
2.ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিলেন হেমন্ত সোরেন
3.2024 OPCW-The Hague Award-এ সম্মানিত হয়েছে Indian Chemical Council
4.Network Readiness Index 2024 (NRI 2024)-এ ভারতের স্থান ৪৯
5.Las Vegas Grand Prix-এ চতুর্থবার F1 টাইটেল জিতলেন ডাচ-বেলজিয়ান রেসিং ড্রাইভার Max Verstappen
6.International Federation of Pharmaceutical Manufacturers and Associations (IFPMA)-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন Dr. Thomas Schinecker
7.Cottage and Rural Industries Policy 2024-29 চালু করেছে গুজরাট
8.সম্প্রতি অবসর ঘোষণা করলেন আমেরিকান গোলরক্ষক Alyssa Neher
9.ICC Test Bowling Rankings-এ পুনরায় শীর্ষস্থান দখল করলেন জসপ্রীত বুমরাহ
10.Director of the National Institutes of Health হিসেবে জয় ভট্টাচার্যকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প
No comments:
Post a Comment