Breaking



Tuesday 30 January 2024

গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল PDF | ইতিহাসের বিভিন্ন যুদ্ধ

গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল তালিকা PDF | ইতিহাসের বিভিন্ন যুদ্ধ | Important Wars and Battles in Indian History

ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল
ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ইতিহাসের বিভিন্ন যুদ্ধের সাল, প্রতিপক্ষ ও বিজয়ীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কলিঙ্গ যুদ্ধ কার সাথে কার হয়েছিল? হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হয়? ইত্যাদি ধরণের প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং এই পোস্টটি খুব ভালো করে দেখে নাও।

গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল

যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী
কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক
হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার
পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা
ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স
প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরী পৃথ্বীরাজ চৌহান
দ্বিতীয় তরাইনের যুদ্ধ ১১৯২ খ্রিঃ পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরী মহম্মদ ঘোরী
চন্দবারের যুদ্ধ ১১৯৪ খ্রিঃ মহম্মদ ঘোরী ও জয়চাঁদ মহম্মদ ঘোরী
প্রথম পানিপথের যুদ্ধ ১৫২৬ খ্রিঃ বাবর ও ইব্রাহীম লোদী বাবর
খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিঃ বাবর ও রানা সিংহ বাবর
চান্দেরি যুদ্ধ ১৫২৮ খ্রিঃ বাবর ও মেদনী রায় বাবর
ঘর্ঘরার যুদ্ধ ১৫২৯ খ্রিঃ বাবর ও আফগান শাসক বাবর
সুরজগরের যুদ্ধ ১৫৩৪ খ্রিঃ শেরশাহ ও মামুদ খাঁ শেরশাহ
চৌসার যুদ্ধ ১৫৩৯ খ্রিঃ শেরশাহ ও হুমায়ুন শেরশাহ
কনৌজের যুদ্ধ ১৫৪০ খ্রিঃ শেরশাহ ও হুমায়ুন শেরশাহ
দ্বিতীয় পানিপথের যুদ্ধ ১৫৫৬ খ্রিঃ বৈরাম খাঁ ও হিমু বৈরাম খাঁ
তালিকোটার যুদ্ধ ১৫৬৫ খ্রিঃ বিজয়নগর ও সুলতানি রাজ্য সুলতানি রাজ্য
হলদিঘাটের যুদ্ধ ১৫৭৬ খ্রিঃ আকবর ও মহারানা প্রতাপ আকবর
সামুগড়ের যুদ্ধ ১৬৫৮ খ্রিঃ ঔরঙ্গজেব ও দারসিকো ঔরঙ্গজেব
দেওরাই যুদ্ধ ১৬৫৯ খ্রিঃ ঔরঙ্গজেব ও দারসিকো ঔরঙ্গজেব
ভোপাল যুদ্ধ ১৭৩৭ খ্রিঃ প্রথম বাজীরাও ও নিজাম-উল-মূলক প্রথম বাজীরাও
গিরিয়ার যুদ্ধ ১৭৪০ খ্রিঃ আলীবর্দি খাঁ ও সরফরাজ খাঁ আলীবর্দি খাঁ
প্রথম কর্ণাটকের যুদ্ধ ১৭৪৬-৪৮ খ্রিঃ ইংরেজ ও ফরাসি বাহিনী ফরাসি বাহিনী
দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ ১৭৪৯-৫৪ খ্রিঃ ইংরেজ ও ফরাসি বাহিনী ইংরেজ 
তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ১৭৫৬-৬১ খ্রিঃ ইংরেজ ও ফরাসী ইংরেজ
পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিঃ ইংরেজ ও সিরাজউদ্দৌলা ইংরেজ
বিদরের যুদ্ধ ১৭৫৯ খ্রিঃ ইংরেজ ও ওলন্দাজ ইংরেজ
বন্দিবাসের যুদ্ধ ১৭৬০ খ্রিঃ ইংরেজ ও ফরাসি ইংরেজ
তৃতীয় পানিপথের যুদ্ধ ১৭৬১ খ্রিঃ ইংরেজ ও মারাঠা ইংরেজ
বক্সারের যুদ্ধ ১৭৬৪ খ্রিঃ ইংরেজ ও মীরকাশিম ইংরেজ
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৬৭-৬৯ খ্রিঃ হায়দার আলী ও ইংরেজ ইংরেজ
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৭৭৫-৮২ খ্রিঃ মারাঠা ও ওয়ারেন হেস্টিংস মারাঠা
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৮০-৮৪ খ্রিঃ হায়দার আলী ও ইংরেজ হায়দার আলী
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯০-৯২ খ্রিঃ টিপু সুলতান ও ইংরেজ ইংরেজ
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯৯ খ্রিঃ টিপু সুলতান ও ইংরেজ ইংরেজ
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮০৩-০৫ খ্রিঃ ইংরেজ ও সিন্ধিয়া ইংরেজ
একারগারের যুদ্ধ ১৮০৫ খ্রিঃ ব্রিটেন ও ফ্রান্স ব্রিটেন
ওয়াটারলুর যুদ্ধ ১৮১৫ খ্রিঃ ইংল্যান্ড ও নেপোলিয়ন ইংল্যান্ড
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮১৭-১৯ খ্রিঃ ইংরেজ ও মারাঠা ইংরেজ
প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ ১৮৪৫-৪৬ খ্রিঃ ইংরেজ ও খালসা শিখ বাহিনী ইংরেজ
দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ ১৮৪৮-৪৯ খ্রিঃ ইংরেজ ও শিখ বাহিনী ইংরেজ
কার্গিল যুদ্ধ ১৯৯৯ খ্রিঃ ভারত ও পাকিস্তান ভারত

গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Battles and Years
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ হিদাসপিসের যুদ্ধ কবে, কার মধ্যে হয়?
উত্তরঃ ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে, আলেকজান্ডার ও পুরুরাজের মধ্যে হয়।

প্রশ্নঃ দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১১৯২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৭৫৭ সালে, ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে।

প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৭৬৪ সালে।

প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৫৭৬ সালে।

3 comments:

  1. Sir eibar plz bivinno andolon kobe r k suru kore6e .. segulo pdf bania send korun . I love you sir .. ami onk help pai apnader theke .. r o help korun . Sobai jeno help pai ❣

    ReplyDelete
  2. 26 sep periminally examination test for wpoc

    ReplyDelete