13th November 2024 Current Affairs in Bengali | ১৩ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
13th November 2024 Current Affairs in Bengali | ১৩ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 13th November 2024
1.Defence Space Agency দ্বারা আয়োজিত প্রথম মহাকাশ অনুশীলন ‘Antariksha Abhyas–2024’ শুরু হয়েছে নিউ দিল্লীতে।
2.55th International Film Festival of India (IFFI)-তে Satyajit Ray Lifetime Achievement Award-এ ভূষিত হলেন প্রবীণ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা Phillip Noyce.
3.ভারতীয় কোস্ট গার্ড এবং শ্রীলঙ্কা কোস্ট গার্ডের মধ্যে সপ্তম Annual High-Level Meeting অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার কলম্বোতে।
4.মরিশাসের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন নবীন রামগুলাম।
5.থাইল্যান্ডের Brand Ambassador and Honorary Tourism Advisor হিসেবে নিযুক্ত হয়েছেন সোনু সুদ।
6.Pantsir Air Defence Missile-Gun System তৈরির জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত।
7.National MSME Cluster Outreach Programme চালু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
8.25th South Asian Telecommunication Regulators Council (SATRC) Conference অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে।
9.Russian Business Centre খোলা হবে নিউ দিল্লীতে।
10.সম্প্রতি ৮৫ বছর বয়সে মারা গেলেন অভিনেতা মনোজ মিত্র।
No comments:
Post a Comment