Breaking







Monday, 11 November 2024

11th November 2024 Current Affairs in Bengali | ১১ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

11th November 2024 Current Affairs in Bengali | ১১ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

11th November 2024 Current Affairs in Bengali | ১১ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
11th November 2024 Current Affairs in Bengali | ১১ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 11th November 2024

1.জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় ১১ই নভেম্বর।

2.বেঙ্গালুরুর Institute For Social And Economic Change (ISEC)-এ প্রথম খোলা হয়েছে Digital Population Clock.

3.2nd Vedic and Modern Science Conference আয়োজিত হয়েছিল নেপালের কাঠমান্ডুতে।

4.Mumbai Railway Vikas Corporation (MRVC) Limited-এর পরবর্তী CMD হিসেবে নিযুক্ত হতে চলেছেন বিলাস সোপন ওয়াদেকর।

5.ZIMSAT-2 নামে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করলো জিম্বাবুয়ে।

6.সম্প্রতি ৬৭তম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় শিল্পী রিকি কেজ এবং অনুষ্কা শঙ্কর।

7.সম্প্রতি ৮৪ বছরবয়সে মারা গেলেন শিক্ষাবিদ দীননাথ বাত্রা।

8.ভারত ও অস্ট্রেলিয়া মধ্যে তৃতীয় 'AUSTRAHIND' যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে মহারাষ্ট্রে।

9.ক্রমবর্ধমান জনতা সহিংসতার উপর একটি রিপোর্ট প্রকাশের পরই পদত্যাগ করলো বাংলাদেশের মানবাধিকার কমিশনের সমস্ত সদস্যরা।

10.বিশাখাপত্তনমে ব্যাডমিন্টন অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পিভি সিন্ধু।

No comments:

Post a Comment