7th October 2024 Current Affairs in Bengali | ৭ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
7th October 2024 Current Affairs in Bengali | ৭ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 7th October 2024
1.World Cotton Day পালন করা হয় ৭ই অক্টোবর; এবছরের থিম হলো-"Cotton for Good".
2.মহারাষ্ট্রের ওয়াশিমে Banjara Virasat Museum-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3.সম্প্রতি GI Tag পেল লাদাখের পশমিনা উল।
4.গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য আমেরিকার সাথে একটি MoU স্বাক্ষর করলো ভারত।
5.Vizag Open 2024-এ দ্বিতীয়বার PGTI টাইটেল জিতলেন Angad Cheema.
6.India International Science Festival (IISF) 2024 অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতে।
7.লজিস্টিক সহযোগিতা বাড়ানোর জন্য Amazon কোম্পানির সাথে একটি MoU স্বাক্ষর করলো ভারতীয় ডাক বিভাগ।
8.সারভাইকাল ক্যান্সার নির্মূল করার জন্য যৌথ উদ্যোগ চালু করেছে কর্ণাটক সরকার।
9.সম্প্রতি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত, নেপাল এবং বাংলাদেশ।
10.ওড়িশায় পরিচালিত প্রথম চিতা শুমারি রিপোর্ট অনুযায়ী ৬৯৬টি চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে।
No comments:
Post a Comment