Breaking







Friday, 1 November 2024

31st October 2024 Current Affairs in Bengali | ৩১শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

31st October 2024 Current Affairs in Bengali | ৩১শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

31st October 2024 Current Affairs in Bengali | ৩১শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
31st October 2024 Current Affairs in Bengali | ৩১শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 31st October 2024

1.সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় ৩১শে অক্টোবর।

2.Japan Para-Badminton International 2024-এ সোনা ও রুপোর মেডেল জিতলেন ভারতের প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম।

3.Bharti Airtel-এর MD এবং CEO হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শাশ্বত শর্মা।

4.খড় পোড়ানো বন্ধ করতে 'Rajya Vishisht Yojana' চালু করেছে হরিয়ানা।

5.ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হলেন শ্রী শ্রী রবিশঙ্কর।

6.৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে Ayushman Vaya Vandana Card চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.Rule of Law Index 2024-এ ভারতের স্থান ৭৯; প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক।

8.সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত গুসাদি নৃত্যশিল্পী কনক রাজু।

9.পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ রিজওয়ান।

10.China’s BRI-তে যোগ না দেওয়া দ্বিতীয় BRICS দেশ হলো ব্রাজিল।

No comments:

Post a Comment