Breaking







Monday, 9 September 2024

2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত PDF | প্যারিস প্যারালিম্পিক 2024 পদকজয়ী ভারতীয়

প্যারিস প্যারালিম্পিক 2024 পদকজয়ী ভারতীয় PDF | 2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত PDF | India at the Summer Paralympics 2024

প্যারিস প্যারালিম্পিক 2024 পদকজয়ী ভারতীয় PDF | 2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত PDF | India at the Summer Paralympics 2024
2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত PDF | প্যারিস প্যারালিম্পিক 2024 পদকজয়ী ভারতীয়
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে প্যারিস অলিম্পিক 2024 ভারত PDF টি শেয়ার করলাম। যেটিতে প্যারিস প্যারালিম্পিক ২০২৪ -এ পদকজয়ী ভারতীয়দের নাম এবং তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে? প্যারিস প্যারালিম্পিক ২০২৪ -এ মেডেল ট্যালিতে ভারতের স্থান? প্যারিস প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের বাড়ি এবং কোন খেলার সঙ্গে যুক্ত ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

প্যারিস প্যারালিম্পিক ২০২৪ -এ ভারত মোট ২৯টি পদক জিতেছে; ৭টি সোনা, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। ২০২৪ প্যারিস প্যারালিম্পিকের মেডেল ট্যালিতে ভারতের স্থান ১৮ এবং প্রথম স্থানে রয়েছে চীন।

২০২৪ প্যারিস প্যারালিম্পিকে ভারত

অবনী লেখারা
■ জন্মঃ ৮ই নভেম্বর ২০০১
■ জন্মস্থানঃ রাজস্থান
■ খেলাঃ শুটিং
■ পদকঃ সোনা

নীতেশ কুমার
■ জন্মঃ ৩০শে ডিসেম্বর ১৯৯৪
■ জন্মস্থানঃ রাজস্থান (বাসস্থান- হরিয়ানা)
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ সোনা

সুমিত আন্তিল
■ জন্মঃ ৭ই জুন ১৯৯৮ 
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা

হরবিন্দর সিং
■ জন্মঃ ২৫শে ফেব্রুয়ারি ১৯৯১
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ তীরন্দাজি
■ পদকঃ সোনা

ধরমবীর নাইন
■ জন্মঃ ১৮ই জানুয়ারী ১৯৮৯
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা

প্রবীণ কুমার
■ জন্মঃ ১৫ই মে ২০০৩ 
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা

নবদীপ সিং
■ জন্মঃ ১১ই নভেম্বর ২০০০ 
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা

মনীশ নারওয়াল
■ জন্মঃ ১৭ই অক্টোবর ২০০১
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ শুটিং
■ পদকঃ রুপো

নিষাদ কুমার
■ জন্মঃ ৩রা অক্টোবর ১৯৯৯ 
■ জন্মস্থানঃ হিমাচল প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো

যোগেশ কাঠুনিয়া
■ জন্মঃ ৩রা মার্চ ১৯৯৭
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো

থুলসিমাথি মুরুগেসান
■ জন্মঃ ১১ই এপ্রিল ২০০২
■ জন্মস্থানঃ তামিলনাড়ু 
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ রুপো

সুহাস ইয়াথিরাজ
■ জন্মঃ ২রা জুলাই ১৯৮৩
■ জন্মস্থানঃ কর্ণাটক
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ রুপো

অজিত সিং যাদব
■ জন্মঃ ৫ই সেপ্টেম্বর ১৯৯৩ 
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো

শরদ কুমার
■ জন্মঃ ১লা মার্চ ১৯৯২
■ জন্মস্থানঃ বিহার
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো

শচীন খিলারি
■ জন্মঃ ২৩শে অক্টোবর ১৯৮৯
■ জন্মস্থানঃ মহারাষ্ট্র
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো

প্রণব সুরমা
■ জন্মঃ ৪ঠা অক্টোবর ১৯৯৪
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো

মোনা আগরওয়াল
■ জন্মঃ ৮ই নভেম্বর ১৯৮৭
■ জন্মস্থানঃ রাজস্থান
■ খেলাঃ শুটিং
■ পদকঃ ব্রোঞ্জ

প্রীতি পাল
■ জন্মঃ ২২শে সেপ্টেম্বর ২০০০
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ

রুবিনা ফ্রান্সিস
■ জন্মঃ ২৫শে জুন ১৯৯৯
■ জন্মস্থানঃ মধ্যপ্রদেশ
■ খেলাঃ শুটিং
■ পদকঃ ব্রোঞ্জ

মনীষা রামদাস
■ জন্মঃ ২৭শে জানুয়ারী ২০০৫ 
■ জন্মস্থানঃ তামিলনাড়ু 
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ ব্রোঞ্জ

রাকেশ কুমার
■ জন্মঃ ১৩ই জানুয়ারী ১৯৮৫ 
■ জন্মস্থানঃ জম্মু ও কাশ্মীর
■ খেলাঃ তীরন্দাজি
■ পদকঃ ব্রোঞ্জ

শীতল দেবী
■ জন্মঃ ১০ই জানুয়ারী ২০০৭
■ জন্মস্থানঃ জম্মু ও কাশ্মীর
■ খেলাঃ তীরন্দাজি
■ পদকঃ ব্রোঞ্জ

নিথ্যা শ্রী সিভান
■ জন্মঃ ৭ই জানুয়ারী ২০০৫
■ জন্মস্থানঃ তামিলনাড়ু (বাসস্থান- লখনউ)
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ ব্রোঞ্জ

দীপ্তি জীবনজী
■ জন্মঃ ২৭শে সেপ্টেম্বর ২০০৩
■ জন্মস্থানঃ তেলেঙ্গানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ

মারিয়াপ্পান থাঙ্গাভেলু
■ জন্মঃ ২৮শে জুন ১৯৯৫
■ জন্মস্থানঃ তামিলনাড়ু
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ

সুন্দর সিং গুর্জার
■ জন্মঃ ১লা জানুয়ারী ১৯৯৬
■ জন্মস্থানঃ রাজস্থান
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ

কপিল পারমার
■ জন্মঃ ২৩শে জুন ২০০০ 
■ জন্মস্থানঃ মধ্যপ্রদেশ
■ খেলাঃ জুডো
■ পদকঃ ব্রোঞ্জ

Hokato Hotozhe Sema
■ জন্মঃ ২৪শে ডিসেম্বর ১৯৮৩
■ জন্মস্থানঃ নাগাল্যান্ড
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ

সিমরান শর্মা
■ জন্মঃ ৯ই নভেম্বর ১৯৯৯ 
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ

প্যারিস প্যারালিম্পিক ২০২৪ পদকজয়ী ভারতীয়

পদক খেলোয়াড় খেলা ইভেন্ট
সোনা অবনী লেখারা শুটিং Women's R2 10 m air rifle standing SH1
নীতেশ কুমার ব্যাডমিন্টন Men's singles SL3
সুমিত আন্তিল অ্যাথলেটিক্স Men's javelin throw F64
হরবিন্দর সিং তীরন্দাজি Individual recurve open
ধরমবীর নাইন অ্যাথলেটিক্স Club throw F51
প্রবীণ কুমার অ্যাথলেটিক্স High jump T64
নবদীপ সিং অ্যাথলেটিক্স Javelin throw F41
রুপো মনীশ নারওয়াল শুটিং Men's P1 10 m air pistol SH1
নিষাদ কুমার অ্যাথলেটিক্স Men's high jump T47
যোগেশ কাঠুনিয়া অ্যাথলেটিক্স Men's discus throw F56
থুলসিমাথি মুরুগেসান ব্যাডমিন্টন Women's singles SU5
সুহাস ইয়াথিরাজ ব্যাডমিন্টন Men's singles SL4
অজিত সিং যাদব অ্যাথলেটিক্স Javelin throw F46
শরদ কুমার অ্যাথলেটিক্স High jump T63
শচীন খিলারি অ্যাথলেটিক্স Men's shot put F46
প্রণব সুরমা অ্যাথলেটিক্স Club throw F51
ব্রোঞ্জ মোনা আগরওয়াল শুটিং Women's R2 10 m air rifle standing SH1
প্রীতি পাল অ্যাথলেটিক্স Women's 100 m T35
রুবিনা ফ্রান্সিস শুটিং Women's P2 10 metre air pistol SH1
প্রীতি পাল অ্যাথলেটিক্স Women's 200 m T35
মনীষা রামদাস ব্যাডমিন্টন Women's singles SU5
শীতল দেবী রাকেশ কুমার তীরন্দাজি Mixed team compound
নিথ্যা শ্রী সিভান ব্যাডমিন্টন Women's singles SH6
দীপ্তি জীবনজী অ্যাথলেটিক্স Women's 400 m T20
মারিয়াপ্পান থাঙ্গাভেলু অ্যাথলেটিক্স Men's high jump T63
সুন্দর সিং গুর্জার অ্যাথলেটিক্স Men's javelin throw F46
কপিল পারমার জুডো Men's J1 -60 kg
Hokato Hotozhe Sema অ্যাথলেটিক্স Men's Shot put F57
সিমরান শর্মা অ্যাথলেটিক্স Women's 200 m T12

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : India at the Summer Paralympics 2024
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment