প্যারিস প্যারালিম্পিক 2024 পদকজয়ী ভারতীয় PDF | 2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত PDF | India at the Summer Paralympics 2024
![]() |
2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত PDF | প্যারিস প্যারালিম্পিক 2024 পদকজয়ী ভারতীয় |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে প্যারিস অলিম্পিক 2024 ভারত PDF টি শেয়ার করলাম। যেটিতে প্যারিস প্যারালিম্পিক ২০২৪ -এ পদকজয়ী ভারতীয়দের নাম এবং তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে? প্যারিস প্যারালিম্পিক ২০২৪ -এ মেডেল ট্যালিতে ভারতের স্থান? প্যারিস প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের বাড়ি এবং কোন খেলার সঙ্গে যুক্ত ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
প্যারিস প্যারালিম্পিক ২০২৪ -এ ভারত মোট ২৯টি পদক জিতেছে; ৭টি সোনা, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। ২০২৪ প্যারিস প্যারালিম্পিকের মেডেল ট্যালিতে ভারতের স্থান ১৮ এবং প্রথম স্থানে রয়েছে চীন।
২০২৪ প্যারিস প্যারালিম্পিকে ভারত
অবনী লেখারা
■ জন্মঃ ৮ই নভেম্বর ২০০১
■ জন্মস্থানঃ রাজস্থান
■ খেলাঃ শুটিং
■ পদকঃ সোনা
নীতেশ কুমার
■ জন্মঃ ৩০শে ডিসেম্বর ১৯৯৪
■ জন্মস্থানঃ রাজস্থান (বাসস্থান- হরিয়ানা)
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ সোনা
সুমিত আন্তিল
■ জন্মঃ ৭ই জুন ১৯৯৮
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা
হরবিন্দর সিং
■ জন্মঃ ২৫শে ফেব্রুয়ারি ১৯৯১
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ তীরন্দাজি
■ পদকঃ সোনা
ধরমবীর নাইন
■ জন্মঃ ১৮ই জানুয়ারী ১৯৮৯
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা
প্রবীণ কুমার
■ জন্মঃ ১৫ই মে ২০০৩
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা
নবদীপ সিং
■ জন্মঃ ১১ই নভেম্বর ২০০০
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ সোনা
মনীশ নারওয়াল
■ জন্মঃ ১৭ই অক্টোবর ২০০১
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ শুটিং
■ পদকঃ রুপো
নিষাদ কুমার
■ জন্মঃ ৩রা অক্টোবর ১৯৯৯
■ জন্মস্থানঃ হিমাচল প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো
যোগেশ কাঠুনিয়া
■ জন্মঃ ৩রা মার্চ ১৯৯৭
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো
থুলসিমাথি মুরুগেসান
■ জন্মঃ ১১ই এপ্রিল ২০০২
■ জন্মস্থানঃ তামিলনাড়ু
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ রুপো
সুহাস ইয়াথিরাজ
■ জন্মঃ ২রা জুলাই ১৯৮৩
■ জন্মস্থানঃ কর্ণাটক
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ রুপো
অজিত সিং যাদব
■ জন্মঃ ৫ই সেপ্টেম্বর ১৯৯৩
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো
শরদ কুমার
■ জন্মঃ ১লা মার্চ ১৯৯২
■ জন্মস্থানঃ বিহার
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো
শচীন খিলারি
■ জন্মঃ ২৩শে অক্টোবর ১৯৮৯
■ জন্মস্থানঃ মহারাষ্ট্র
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো
প্রণব সুরমা
■ জন্মঃ ৪ঠা অক্টোবর ১৯৯৪
■ জন্মস্থানঃ হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ রুপো
মোনা আগরওয়াল
■ জন্মঃ ৮ই নভেম্বর ১৯৮৭
■ জন্মস্থানঃ রাজস্থান
■ খেলাঃ শুটিং
■ পদকঃ ব্রোঞ্জ
প্রীতি পাল
■ জন্মঃ ২২শে সেপ্টেম্বর ২০০০
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ
রুবিনা ফ্রান্সিস
■ জন্মঃ ২৫শে জুন ১৯৯৯
■ জন্মস্থানঃ মধ্যপ্রদেশ
■ খেলাঃ শুটিং
■ পদকঃ ব্রোঞ্জ
মনীষা রামদাস
■ জন্মঃ ২৭শে জানুয়ারী ২০০৫
■ জন্মস্থানঃ তামিলনাড়ু
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ ব্রোঞ্জ
রাকেশ কুমার
■ জন্মঃ ১৩ই জানুয়ারী ১৯৮৫
■ জন্মস্থানঃ জম্মু ও কাশ্মীর
■ খেলাঃ তীরন্দাজি
■ পদকঃ ব্রোঞ্জ
শীতল দেবী
■ জন্মঃ ১০ই জানুয়ারী ২০০৭
■ জন্মস্থানঃ জম্মু ও কাশ্মীর
■ খেলাঃ তীরন্দাজি
■ পদকঃ ব্রোঞ্জ
নিথ্যা শ্রী সিভান
■ জন্মঃ ৭ই জানুয়ারী ২০০৫
■ জন্মস্থানঃ তামিলনাড়ু (বাসস্থান- লখনউ)
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ পদকঃ ব্রোঞ্জ
দীপ্তি জীবনজী
■ জন্মঃ ২৭শে সেপ্টেম্বর ২০০৩
■ জন্মস্থানঃ তেলেঙ্গানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ
মারিয়াপ্পান থাঙ্গাভেলু
■ জন্মঃ ২৮শে জুন ১৯৯৫
■ জন্মস্থানঃ তামিলনাড়ু
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ
সুন্দর সিং গুর্জার
■ জন্মঃ ১লা জানুয়ারী ১৯৯৬
■ জন্মস্থানঃ রাজস্থান
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ
কপিল পারমার
■ জন্মঃ ২৩শে জুন ২০০০
■ জন্মস্থানঃ মধ্যপ্রদেশ
■ খেলাঃ জুডো
■ পদকঃ ব্রোঞ্জ
Hokato Hotozhe Sema
■ জন্মঃ ২৪শে ডিসেম্বর ১৯৮৩
■ জন্মস্থানঃ নাগাল্যান্ড
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ
সিমরান শর্মা
■ জন্মঃ ৯ই নভেম্বর ১৯৯৯
■ জন্মস্থানঃ উত্তর প্রদেশ
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ পদকঃ ব্রোঞ্জ
প্যারিস প্যারালিম্পিক ২০২৪ পদকজয়ী ভারতীয়
পদক | খেলোয়াড় | খেলা | ইভেন্ট |
---|---|---|---|
সোনা | অবনী লেখারা | শুটিং | Women's R2 10 m air rifle standing SH1 |
নীতেশ কুমার | ব্যাডমিন্টন | Men's singles SL3 | |
সুমিত আন্তিল | অ্যাথলেটিক্স | Men's javelin throw F64 | |
হরবিন্দর সিং | তীরন্দাজি | Individual recurve open | |
ধরমবীর নাইন | অ্যাথলেটিক্স | Club throw F51 | |
প্রবীণ কুমার | অ্যাথলেটিক্স | High jump T64 | |
নবদীপ সিং | অ্যাথলেটিক্স | Javelin throw F41 | |
রুপো | মনীশ নারওয়াল | শুটিং | Men's P1 10 m air pistol SH1 |
নিষাদ কুমার | অ্যাথলেটিক্স | Men's high jump T47 | |
যোগেশ কাঠুনিয়া | অ্যাথলেটিক্স | Men's discus throw F56 | |
থুলসিমাথি মুরুগেসান | ব্যাডমিন্টন | Women's singles SU5 | |
সুহাস ইয়াথিরাজ | ব্যাডমিন্টন | Men's singles SL4 | |
অজিত সিং যাদব | অ্যাথলেটিক্স | Javelin throw F46 | |
শরদ কুমার | অ্যাথলেটিক্স | High jump T63 | |
শচীন খিলারি | অ্যাথলেটিক্স | Men's shot put F46 | |
প্রণব সুরমা | অ্যাথলেটিক্স | Club throw F51 | |
ব্রোঞ্জ | মোনা আগরওয়াল | শুটিং | Women's R2 10 m air rifle standing SH1 |
প্রীতি পাল | অ্যাথলেটিক্স | Women's 100 m T35 | |
রুবিনা ফ্রান্সিস | শুটিং | Women's P2 10 metre air pistol SH1 | |
প্রীতি পাল | অ্যাথলেটিক্স | Women's 200 m T35 | |
মনীষা রামদাস | ব্যাডমিন্টন | Women's singles SU5 | |
শীতল দেবী রাকেশ কুমার | তীরন্দাজি | Mixed team compound | |
নিথ্যা শ্রী সিভান | ব্যাডমিন্টন | Women's singles SH6 | |
দীপ্তি জীবনজী | অ্যাথলেটিক্স | Women's 400 m T20 | |
মারিয়াপ্পান থাঙ্গাভেলু | অ্যাথলেটিক্স | Men's high jump T63 | |
সুন্দর সিং গুর্জার | অ্যাথলেটিক্স | Men's javelin throw F46 | |
কপিল পারমার | জুডো | Men's J1 -60 kg | |
Hokato Hotozhe Sema | অ্যাথলেটিক্স | Men's Shot put F57 | |
সিমরান শর্মা | অ্যাথলেটিক্স | Women's 200 m T12 |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : India at the Summer Paralympics 2024
Language : Bengali
Size : 04 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment