প্যারিস অলিম্পিক ২০২৪ পদকজয়ী ভারতীয় PDF | ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত | India at Paris Olympics 2024
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত PDF টি শেয়ার করলাম। যেটিতে প্যারিস অলিম্পিক ২০২৪ -এ পদকজয়ী ভারতীয়দের নাম এবং তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে? প্যারিস অলিম্পিক ২০২৪ -এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? বিভিন্ন খেলোয়াড়দের বাড়ি এবং কোন খেলার সঙ্গে যুক্ত ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ভারত মোট ছয়টি পদক জিতেছে; একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ। ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক এনে দিয়েছেন মনু ভাকের, দ্বিতীয় পদক মনু ভাকের ও সরবজ্যোত সিং, তৃতীয় পদক স্বপ্নিল কুশালে, চতুর্থ পদক ভারতীয় হকি দল, পঞ্চম পদক নীরজ চোপড়া এবং ষষ্ঠ পদক আমন শেরাওয়াত।
২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত
মনু ভাকের
■ জন্মঃ ১৮ই ফেব্রুয়ারি ২০০২
■ জন্মস্থানঃ ঝাজ্জর জেলা, হরিয়ানা
■ খেলাঃ শুটিং
■ ইভেন্টঃ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল
■ পদকঃ ব্রোঞ্জ
সরবজ্যোত সিং
■ জন্মঃ ৩০শে সেপ্টেম্বর ২০০১
■ জন্মস্থানঃ আম্বালা জেলা, হরিয়ানা
■ খেলাঃ শুটিং
■ ইভেন্টঃ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম
■ পদকঃ ব্রোঞ্জ
স্বপ্নিল কুশালে
■ জন্মঃ ৬ই আগস্ট ১৯৯৫
■ জন্মস্থানঃ কোলহাপুর জেলা, মহারাষ্ট্র
■ খেলাঃ শুটিং
■ ইভেন্টঃ পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন্সে
■ পদকঃ ব্রোঞ্জ
ভারতীয় পুরুষ হকি দল
■ খেলাঃ ফিল্ড হকি
■ পদকঃ ব্রোঞ্জ
নীরজ চোপড়া
■ জন্মঃ ২৪শে ডিসেম্বর ১৯৯৭
■ জন্মস্থানঃ পানিপত জেলা, হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ ইভেন্টঃ পুরুষদের জ্যাভলিন থ্রো
■ পদকঃ রুপো
আমন শেরাওয়াত
■ জন্মঃ ১৬ই জুলাই ২০০৩
■ জন্মস্থানঃ ঝাজ্জর জেলা, হরিয়ানা
■ খেলাঃ কুস্তি
■ ইভেন্টঃ পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল
■ পদকঃ ব্রোঞ্জ
প্যারিস অলিম্পিক ২০২৪ পদকজয়ী ভারতীয়
পদক | খেলোয়াড় | খেলা | ইভেন্ট |
---|---|---|---|
রুপো | নীরজ চোপড়া | অ্যাথলেটিক্স | পুরুষদের জ্যাভলিন থ্রো |
ব্রোঞ্জ | মনু ভাকের | শুটিং | মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল |
ব্রোঞ্জ | মনু ভাকের সরবজ্যোত সিং |
শুটিং | ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম |
ব্রোঞ্জ | স্বপ্নিল কুশালে | শুটিং | পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন্সে |
ব্রোঞ্জ | ভারতীয় পুরুষ হকি দল জারমানপ্রীত সিং অভিষেক নাইন মনপ্রীত সিং হার্দিক সিং গুরজন্ত সিং সঞ্জয় ডাবরা মনদীপ সিং হরমনপ্রীত সিং (C) ললিত উপাধ্যায় পি আর শ্রীজেশ সুমিত বাল্মিকি শামসের সিং রাজ কুমার পাল অমিত রোহিদাস বিবেক প্রসাদ সুখজিৎ সিং |
ফিল্ড হকি | পুরুষদের টুর্নামেন্ট |
ব্রোঞ্জ | আমন শেরাওয়াত | কুস্তি | পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল |
পোস্টটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : India at Paris Olympics 2024
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment