24th September 2024 Current Affairs in Bengali | ২৪শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
24th September 2024 Current Affairs in Bengali | ২৪শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 24th September 2024
1.দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতলো ভারতীয় পুরুষ ও মহিলা দল।
2.45th Chess Olympiad 2024 অনুষ্ঠিত হলো হাঙ্গেরির বুদাপেস্টে।
3.শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন Anura Kumara Dissanayake.
4.২০২৫ অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে কিরণ রাও -এর লাপাতা লেডিস।
5.Miss Universe India 2024 শিরোপা জিতলেন গুজরাটের ১৯ বছর বয়সী রিয়া সিংহ।
6.6th Annual Quad Leaders Summit অনুষ্ঠিত হয়েছে ডেলাওয়্যারে।
7.National Rifle Association of India (NRAI) -র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কালীকেশ নারায়ণ সিং দেও।
8.ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন এমএস রামচন্দ্র রাও।
9.1st Khelo India Women's Taekwondo League -এ সোনার মেডেল জিতলেন নাজিরা বানু।
10.25th International Indian Film Academy (IIFA) Awards অনুষ্ঠিত হবে জয়পুরে।
No comments:
Post a Comment