13th September 2024 Current Affairs in Bengali | ১৩ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 13th September 2024
1.ONDC-এর নন-এক্সিকিউটিভ চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন আর এস শর্মা।
2.LinkedIn Global MBA Ranking 2024-এ নেটওয়ার্কিংয়ের জন্য প্রথম স্থানে রয়েছে IIFT.
3.উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ইন্ডিয়া এক্সপো মার্টে SEMICON India 2024-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
4.১৫জন নার্সকে National Florence Nightingale Awards 2024 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
5.ভারতীয় নৌবাহিনীতে Controller Personnel Services হিসেবে নিযুক্ত হয়েছেন Vineet McCarty.
6.ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গে একটি হেলমেট ক্যামেরা সিস্টেম চালু করেছে ভারতীয় রেলওয়ে।
7.National Common Mobility Card চালু করেছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
8.সম্প্রতি ৭৮ বছর বয়সে মারা গেলেন কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা ছন্দা সেন।
9.Global Bio-India 2024 আয়োজিত হয়েছে নিউ দিল্লীর প্রগতি ময়দানে।
10.জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে ফিলিস্তিন।
No comments:
Post a Comment