Breaking







Saturday, 31 August 2024

কলমের জিকে | Kolomer GK Part 01

কলমের জিকে | Kolomer GK Part 01 || Bengali GK MCQ

কলমের জিকে | Kolomer GK Part 01
কলমের জিকে | Kolomer GK Part 01

Kolomer GK Part 01

1.An Era of Darkness: The British Empire in India -গ্রন্থটির লেখক কে?
রমেশ দত্ত 
অমলেশ ত্রিপাঠী 
রাসবিহারী বসু
শশী থারু 

2.তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর 
দেবেন্দ্রনাথ ঠাকুর
রাজা রামমোহন রায়
কেশব চন্দ্র সেন 

3.মর্লে মিন্টো সংস্কার আইন কত সালে হয়?
১৯০৭ সালে
১৯০৯ সালে
১৯১১ সালে
১৯১৩ সালে

4.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
মতিলাল ঘোষ
শিশিরকুমার ঘোষ
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
হরিশচন্দ্র মুখার্জি

5.এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
হরিষেণ
ফা-হিয়েন
কৌটিল্য 
আলবিরুনি

6.কমলাকান্ত কার ছদ্মনাম?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর 

7.পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়?
২৬শে জানুয়ারী ১৯৩৫
১৪ই এপ্রিল ১৯৪২
২৩শে মার্চ ১৯৪০
১৬ই আগস্ট ১৯৪৬

8.হিমাটাইট কোন ধাতুর আকরিক?
লোহা
জিঙ্ক
তামা
অ্যালুমিনিয়াম

9.গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
পরেশনাথ
দোদাবেতা
কোনটি নয়
নকরেক

10.বিলায়ত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
তবলা
বাঁশি
সেতার
সন্তুর

No comments:

Post a Comment