ভারতের প্রধানমন্ত্রীর তালিকা PDF | List of Prime Ministers of India Bengali PDF (1947-2024)
ভারতের প্রধানমন্ত্রীর তালিকা PDF (1947-2024) |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের প্রধানমন্ত্রীর তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের সমস্ত প্রধানমন্ত্রীদের নাম এবং কার্যকালের তালিকা দেওয়া আছে। এছাড়াও সঙ্গে প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য এবং প্রধানমন্ত্রী সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া আছে।
ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা
নং | প্রধানমন্ত্রী | কার্যকাল |
---|---|---|
১ | জওহরলাল নেহেরু | ১৫ই আগস্ট ১৯৪৭ – ২৭শে মে ১৯৬৪ |
* | গুলজারিলাল নন্দা (ভারপ্রাপ্ত) | ২৭শে মে ১৯৬৪ – ৯ই জুন ১৯৬৪ |
২ | লাল বাহাদুর শাস্ত্রী | ৯ই জুন ১৯৬৪ – ১১ই জানুয়ারি ১৯৬৬ |
* | গুলজারিলাল নন্দা (ভারপ্রাপ্ত) | ১১ই জানুয়ারি ১৯৬৬ – ২৪শে জানুয়ারি ১৯৬৬ |
৩ | ইন্দিরা গান্ধী | ২৪শে জানুয়ারি ১৯৬৬ – ২৪শে মার্চ ১৯৭৭ |
৪ | মোরারজি দেশাই | ২৪শে মার্চ ১৯৭৭ – ২৮শে জুলাই ১৯৭৯ |
৫ | চৌধুরী চরণ সিং | ২৮শে জুলাই ১৯৭৯ – ১৪ই জানুয়ারি ১৯৮০ |
(৩) | ইন্দিরা গান্ধী | ১৪ই জানুয়ারি ১৯৮০ – ৩১শে অক্টোবর ১৯৮৪ |
৬ | রাজীব গান্ধী | ৩১শে অক্টোবর ১৯৮৪ – ২রা ডিসেম্বর ১৯৮৯ |
৭ | বিশ্বনাথ প্রতাপ সিং | ২রা ডিসেম্বর ১৯৮৯ – ১০ই নভেম্বর ১৯৯০ |
৮ | চন্দ্র শেখর | ১০ই নভেম্বর ১৯৯০ – ২১শে জুন ১৯৯১ |
৯ | পি. ভি. নরসিংহ রাও | ২১শে জুন ১৯৯১ – ১৬ই মে ১৯৯৬ |
১০ | অটল বিহারী বাজপেয়ী | ১৬ই মে ১৯৯৬ – ১লা জুন ১৯৯৬ |
১১ | এইচ. ডি. দেবগৌড়া | ১লা জুন ১৯৯৬ – ২১শে এপ্রিল ১৯৯৭ |
১২ | ইন্দ্র কুমার গুজরাল | ২১শে এপ্রিল ১৯৯৭ – ১৯শে মার্চ ১৯৯৮ |
(১০) | অটল বিহারী বাজপেয়ী | ১৯শে মার্চ ১৯৯৮ – ২২শে মে ২০০৪ |
১৩ | মনমোহন সিং | ২২শে মে ২০০৪ – ২৬শে মে ২০১৪ |
১৪ | নরেন্দ্র মোদী | ২৬শে মে ২০১৪ – বর্তমান |
ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য
নির্বাচনঃ
সংবিধানে প্রধানমন্ত্রীর নিয়োগ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা নেই, তবে ৭৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করবেন। বর্তমানে লোকসভার সংখ্যা গরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন, তবে রাষ্ট্রপতি কোনো কোনো ক্ষেত্রে রাজ্যসভার সদস্যকেও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন।
যোগ্যতাঃ
- ভারতীয় নাগরিক হতে হবে।
- কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে।
- আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘোষিত ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না।
কার্যকাল ও অপসারণঃ
রাষ্ট্রপতি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন। তবে কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি অপসারিত হতে পারেন।
ক্ষমতা ও কার্যাবলীঃ
- লোকসভার সংখ্যা গরিষ্ঠ দল বা জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভা গঠন করেন।
- লোকসভার কার্যক্রম তিনি স্থির করেন।
- লোকসভার অধিবেশন আহ্বান, কার্যকাল বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন।
- সংসদে বিরোধী দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন।
- প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন।
- মন্ত্রীসভার পুনর্গঠন, দপ্তরবণ্টন প্রভৃতি ক্ষেত্রে তিনি প্রভূত ক্ষমতা দেখান।
- প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা।
- পররাষ্ট্র নীতির প্রধান রূপকার হিসাবে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা পালন করেন।
ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কত সালে হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরো নাম কি?
উত্তরঃ নরেন্দ্র দামোদর দাস মোদী।
ভারতে কতজন প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তরঃ ১৪ জন।
ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তরঃ পাঁচ বছর।
ভারতের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ বয়সসীমা কত?
উত্তরঃ অবসরের বয়স ভারতীয় সংবিধানে উল্লেখ নেই।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তরঃ ২৫ বছর।
ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ গুলজারিলাল নন্দা।
পোস্টটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : List of Prime Ministers of India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment