Breaking







Sunday, 19 May 2024

পলিটেকনিক কোর্স কি | যোগ্যতা, খরচ, কাজের সুবিধা

পলিটেকনিক কোর্স কি | যোগ্যতা, খরচ, কাজের সুবিধা | Polytechnic Course Details in Bengali

 
পলিটেকনিক কোর্স কি | যোগ্যতা, খরচ, কাজের সুবিধা | Polytechnic Course Details in Bengali
পলিটেকনিক কোর্স কি | যোগ্যতা, খরচ, কাজের সুবিধা
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের প্রতিবেদনে পলিটেকনিক কোর্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। যেখানে পলিটেকনিক কোর্স কি, পলিটেকনিকে ভর্তির যোগ্যতা, পলিটেকনিক পড়ার খরচ, পলিটেকনিকে পড়ার সুবিধা তথা কাজের সুবিধা, পলিটেকনিক কোর্সের তালিকা ইত্যাদি সমস্ত কিছু উল্লেখিত আছে।

পলিটেকনিক কোর্স কি?

পলিটেকনিক হল তিন বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্স শেষ করার পর ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা লাভ করা যায়। পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা চাকরির চেষ্টা করতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করতে করতে পারে।

পলিটেকনিক কোর্স কত বছরের?

সাধারণত পলিটেকনিক কোর্সগুলি তিন বছরের হয়ে থাকে।

পলিটেকনিক কোর্সের তালিকা


  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • অটোমোবাইল

পলিটেকনিকে ভর্তির যোগ্যতা

পলিটেকনিক কোর্সে ভর্তি হতে গেলে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। পলিটেকনিক কোর্সে আবেদনের জন্য নির্দিষ্ট কোন বয়সসীমা নেই।

সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা


সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের JEXPO (জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স) এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। এই এন্ট্রান্স পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হয়। আর এই মেধা তালিকা অনুসারে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো স্ট্রিম এবং কলেজ নির্বাচন করতে পারবে।

বেসরকারি পলিটেকনিক ভর্তি যোগ্যতা

বেসরকারি পলিটেকনিক কলেজে JEXPO এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে সরাসরি ভর্তি হওয়া যায়।

JEXPO পরীক্ষা

JEXPO পরীক্ষাটি ১০০ নম্বরের হয়, মোট ৫টি বিষয় (কেমিস্ট্রি-১০, ফিজিক্স-১০, ম্যাথমেটিক্স-৪০, ইংলিশ-২০, অ্যাপটিটিউড-২০) থেকে প্রশ্ন আসে এবং সময়সীমা থাকে ২ ঘণ্টা। প্রশ্নগুলি MCQ টাইপ হয়ে থাকে ও একটি প্রশ্নের ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকে। পরীক্ষাটি বাংলা ও ইংরেজি এই দুটি ভাষায় অফলাইনে হয়ে থাকে।

পলিটেকনিক ভর্তি পরীক্ষার বিষয় কি কি?

কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং অ্যাপটিটিউড।

পলিটেকনিক পড়ার খরচ

সরকারি পলিটেকনিক কলেজে পড়ার খরচ অনেকটাই কম, শুধুমাত্র হোস্টেলে থাকা ও খাওয়ার খরচটুকু লাগে।

বেসরকারি পলিটেকনিক খরচ

বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে পড়ার খরচ অনেকটাই বেশি। বেসরকারি পলিটেকনিক কলেজ থেকে কোর্স করলে প্রায় ৫০,০০০ থেকে ২ লাখ টাকা বা তারও বেশি খরচ হতে পারে।

পলিটেকনিকে পড়ার সুবিধা


পলিটেকনিক কোর্স শেষে বিদ্যুৎ বিভাগ, ভারতীয় রেল, রাইফেল ফ্যাক্টরি প্রভৃতি সরকারী ক্ষেত্রগুলিতে জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির সুবিধা রয়েছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলিতেও সহজে চাকরি পাওয়া যায়।


No comments:

Post a Comment