Breaking







Wednesday 10 July 2024

IPL 2024 প্রশ্ন উত্তর PDF | IPL 2024 Related Questions in Bengali PDF

আইপিএল 2024 প্রশ্ন উত্তর PDF | IPL 2024 Related Questions in Bengali PDF

IPL 2024 প্রশ্ন উত্তর PDF | IPL 2024 Related Questions in Bengali PDF
IPL 2024 প্রশ্ন উত্তর PDF | IPL 2024 Related Questions in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে IPL 2024 প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে আইপিএল ২০২৪ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

IPL 2024 সম্পর্কিত প্রশ্ন উত্তর

01. IPL 2024 কত তম সংস্করণ?
উত্তরঃ 17তম। 

02. IPL 2024 কত তারিখ থেকে শুরু হয়েছে?
উত্তরঃ 22শে মার্চ 2024।

03. IPL 2024 কত তারিখে শেষ হয়েছে?
উত্তরঃ 26শে মে 2024।

04. IPL 2024 এর টাইটেল স্পন্সর কে?
উত্তরঃ TATA কোম্পানি।

05. IPL 2024 এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি?
উত্তরঃ 10টি।

06. IPL 2024 এ অংশগ্রহণকারী 10টি দল হল-
উত্তরঃ চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ।

07. IPL 2024 ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

08. IPL 2024 এর বিজয়ী দল কোনটি?
উত্তরঃ কলকাতা নাইট রাইডার্স।

09. IPL 2024 এর রানার আপ হয়েছে কোন টিম?
উত্তরঃ সানরাইজার্স হায়দ্রাবাদ।

10. 2024 সালের আইপিএলে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন?
উত্তরঃ বিরাট কোহলি।

11. 2024 সালের আইপিএলে পার্পল ক্যাপ কে পেয়েছেন?
উত্তরঃ হার্ষাল প্যাটেল।

12. 2024 আইপিএলে সর্বোচ্চ রান কার?
উত্তরঃ বিরাট কোহলি (741 রান)।

13. 2024 আইপিএলে সবচেয়ে বেশি উইকেট কার?
উত্তরঃ হার্ষাল প্যাটেল (24টি)।

14. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছেন?
উত্তরঃ ভেঙ্কটেশ আইয়ার।

15. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন?
উত্তরঃ মিচেল স্টার্ক। 

16. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন?
উত্তরঃ মিচেল স্টার্ক। 

17. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
উত্তরঃ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। 

18. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
উত্তরঃ সুনীল নারিন। 

19. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা কার?
উত্তরঃ অভিষেক শর্মা। 

20. টুর্নামেন্টের সব থেকে বেশি চার কার?
উত্তরঃ ট্র্যাভিস হেড।

21. টুর্নামেন্টের সেরা ক্যাচ?
উত্তরঃ রমনদীপ সিং।

22. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম?
উত্তরঃ সানরাইজার্স হায়দ্রাবাদ।

23. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে?
উত্তরঃ সুনীল নারিন। 

24. টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে?
উত্তরঃ সুনীল নারিন। 

25. কোন দল সবচেয়ে বেশি আইপিএল জিতেছে?
উত্তরঃ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স, যারা সর্বমোট 5 বার শিরোপা জয়লাভ করেছে।

26. IPL এর পুরো নাম কি?
উত্তরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

27. আইপিএল শুরু হয় কত সালে?
উত্তরঃ 2008 সালে। 

28. আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দল?
উত্তরঃ রাজস্থান রয়্যালস।

29. কেকেআর মোট কতবার আইপিএল ট্রফি জিতেছে?
উত্তরঃ তিনবার।

30. কলকাতার অধিনায়ক কে?
উত্তরঃ বর্তমানে এই দলের অধিনায়ক হলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : IPL 2024 Related Questions
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment