উইমেন্স প্রিমিয়ার লিগ 2024 প্রশ্ন উত্তর PDF | WPL 2024 Related Questions in Bengali PDF
![]() |
WPL 2024 প্রশ্ন উত্তর PDF | WPL 2024 Related Questions in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WPL 2024 প্রশ্ন উত্তর PDF | WPL 2024 Related Questions in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালে অনুষ্ঠিত WPL তথা উইমেন্স প্রিমিয়ার লিগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে, সুতরাং প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
উইমেন্স প্রিমিয়ার লিগ প্রশ্ন উত্তর ২০২৪
০১. WPL 2024 কত তম সংস্করণ?
উত্তরঃ দ্বিতীয়।
০২. WPL 2024 কত তারিখ থেকে শুরু হয়েছে?
উত্তরঃ ২৩শে ফেব্রুয়ারি।
০৩. WPL 2024 কত তারিখে শেষ হয়েছে?
উত্তরঃ ১৭ই মার্চ।
০৪. কোন ফরম্যাটে উইমেন্স প্রিমিয়ার লিগ 2024 অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ টি টোয়েন্টি।
০৫. WPL 2024 এর টাইটেল স্পন্সর কে?
উত্তরঃ টাটা গ্রুপ।
০৬. WPL 2024 কত দল আছে?
উত্তরঃ পাঁচটি।
০৭. WPL 2024 এর পাঁচটি দলের নাম-
উত্তরঃ দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্জ।
০৮. উইমেন্স প্রিমিয়ার লিগ 2024 ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
০৯. WPL 2024 ফাইনাল কোন দল জিতেছে?
উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১০. WPL 2024 রানার্স আপ টিম কোনটি?
উত্তরঃ দিল্লি ক্যাপিটালস।
১১. WPL 2024 এ ইমার্জিং প্লেয়ার অফ সিজন কে হয়েছেন?
উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শ্রেয়াঙ্কা পাটিল।
১২. WPL 2024 এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন?
উত্তরঃ ইউপি ওয়ারিয়র্জের দীপ্তি শর্মা।
১৩. ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়র লিগে অরেঞ্জ ক্যাপ কে জিতেছেন?
উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিস পেরি।
১৪. ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়র লিগে পার্পল ক্যাপ কে জিতেছেন?
উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শ্রেয়াঙ্কা পাটিল।
১৫. ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়র লিগে মোস্ট সিক্সেস অ্যাওয়ার্ড কে জিতেছেন?
উত্তরঃ দিল্লি ক্যাপিটালসের শেফালি ভার্মা।
১৬. ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়র লিগে বেস্ট স্ট্রাইক রেট অ্যাওয়ার্ড কে জিতেছেন?
উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জর্জিয়া ওয়্যারহ্যাম।
১৭. ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়র লিগে ক্যাচ অফ দ্য সিজন কে হয়েছেন?
উত্তরঃ মুম্বাই ইন্ডিয়ান্সের এস সাজানা।
১৮. কোন দল উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৪ এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে?
উত্তরঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৯. প্রথম উইমেন্স প্রিমিয়র লিগ কোন দিল জিতেছিল?
উত্তরঃ মুম্বাই ইন্ডিয়ান্স।
২০. উইমেন্স প্রিমিয়ার লিগ কোন দল বেশিবার জিতেছে?
উত্তরঃ মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুটি দলই একবার করে জিতেছে।
প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WPL 2024 Related Questions
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment