Breaking







Wednesday, 22 May 2024

অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি

অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি | Anant Merit Scholarship 2024 Details in Bengali

অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি | Anant Merit Scholarship 2024 Details in Bengali
অনন্ত মেরিট স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অনন্ত মেরিট স্কলারশিপ 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যেটিতে অনন্ত মেরিট স্কলারশিপ কি, অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ কত, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন ইত্যাদি সমস্ত কিছু উল্লেখিত আছে।
 
অনন্ত মেরিট স্কলারশিপ ২০২৪

অনন্ত মেরিট স্কলারশিপ কি?

অনন্ত মেরিট স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। যেটি অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ নামক প্রাইভেট সংস্থা থেকে প্রদান করা হয়। এই স্কলারশিপটি সাধারণত পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়ে থাকে।

অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ কত?

অনন্ত মেরিট স্কলারশিপের টাকার পরিমাণ বাৎসরিক ছয় হাজার টাকা।

কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং যাদের পরিবারের মাসিক আয় ৫০০০ টাকা। এছাড়াও শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইন পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে অনন্ত মেরিট ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন স্কলারশিপ অপশনে ক্লিক করতে হবে। তারপর যে ওয়েব পেজটি আসবে ওখানে নাম, ঠিকানা, ফোন নম্বর, পারিবারিক আয় সহ সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে করতে হবে।

অফলাইন পদ্ধতিতে আবেদনের জন্য প্রথমে আপনাকে আবেদনপত্রটি অনন্ত মেরিট ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্টআউট করে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

  • আধার কার্ড
  • বিডিও দ্বারা ইস্যু করা পারিবারিক আয়ের শংসাপত্র
  • জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট
  • বিপিএল কার্ড
  • ব্যাঙ্কের পাসবুক
  • অভিভাবকের আধার/প্যান কার্ড
  • শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ ফটো

অনন্ত মেরিট স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া

প্রথমে শিক্ষার্থীদের দ্বারা জমা দেওয়া আবেদনগুলি অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হবে এবং মেধা ও পরিবারের বাৎসরিক আয়ের ওপর ভিত্তি করে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। তারপরে উক্ত শর্টলিস্টেড শিক্ষার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং এই ইন্টারভিউয়ের মাধ্যমে কোন কোন শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে তা নির্বাচন করা হবে।

আবেদন শুরু বা শেষের তারিখ

এই স্কলারশিপে আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা উল্লেখ নেই, বর্তমান কোর্সে ভর্তির পরেই সাধারণত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

■ অফিশিয়াল ওয়েবসাইট- ananteducation.org

No comments:

Post a Comment