Breaking



Sunday 31 March 2024

2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | নাম, সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল

2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | নবরত্ন সংস্থা | Navratna Companies in India 2024

2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | Navratna Companies in India 2024
2024 ভারতের নবরত্ন কোম্পানির তালিকা PDF | Navratna Companies in India 2024
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নবরত্ন কোম্পানির তালিকা 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত নবরত্ন কোম্পানির নাম, সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে নবরত্ন কোম্পানি কি? ভারতে কয়টি নবরত্ন কোম্পানি রয়েছে? ভারতের ১৬তম নবরত্ন কোম্পানী কোনটি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারত সরকারের অধীনে তালিকাভুক্ত সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSEs) গুলিকে যে ধরনের মর্যাদা দেওয়া হয়, তার মধ্যে একটি হল নবরত্ন কোম্পানি। বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে ভারত সরকার কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলিকে মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন এই তিনটি ভিন্ন বিভাগের অধীনে শ্রেণীবদ্ধ করে। 

নবরত্ন কোম্পানিগুলি হল সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কোম্পানিগুলির একটি গ্রুপ, যারা ভারতের আর্থিক স্বায়ত্তশাসন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিকভাবে সরকার ৯টি পাবলিক সেক্টর কোম্পানিকে নবরত্ন মর্যাদা দিয়েছিল। বর্তমানে ২০২৪ সালে, ভারতে মোট ১৬টি নবরত্ন কোম্পানি রয়েছে।

ভারতের নবরত্ন কোম্পানির তালিকা

কোম্পানির নাম প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ১৯৫৪ বেঙ্গালুরু
কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (CONCOR) ১৯৮৮ নিউ দিল্লী
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL) ১৯৬৫ নিউ দিল্লী
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ১৯৪০ বেঙ্গালুরু
মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) ১৯৮৬ নিউ দিল্লী
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO) ১৯৮১ ভুবনেশ্বর
ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NBCC) ১৯৬০ নিউ দিল্লী
নেভেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (NLC India) ১৯৫৬ নেভেলি
ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NMDC) ১৯৫৮ হায়দ্রাবাদ
রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) ১৯৭১ বিশাখাপত্তনম
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SCI) ১৯৬১ মুম্বাই
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ২০০৩ নিউ দিল্লী
ONGC বিদেশ লিমিটেড (OVL) ১৯৬৫ নিউ দিল্লী
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড (RCF) ১৯৭৮ মুম্বাই
IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড ১৯৭৬ নিউ দিল্লী
RITES লিমিটেড ১৯৭৪ গুরুগ্রাম

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Navratna Companies in India 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment