ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF | Five Year Plans of India in Bengali PDF
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অর্থনীতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ও উদ্দেশ্য সমূহ খুব সুন্দরভাবে আলোচনা করা আছে।
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা
১৯৫০ সালে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারতে ১৯৫১ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৯৫১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সকল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে, সেগুলি নিম্নে আলোচনা করা হল -
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
হ্যারোড ডোমার কৌশলের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গঠিত হয়। ১৯৫১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন।
■ সময়কালঃ
১৯৫১ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● ভারতের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন,
● দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের ফলে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা,
● দেশের মুদ্রাস্ফীতি রোধ,
● খাদ্য সংকটের সমাধান,
● কাঁচামালের উৎপাদন বৃদ্ধি,
● ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন,
● পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ২.১ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৩.৬ শতাংশ
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবীশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা রূপরেখা বা মডেল তৈরি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন। তাই এই পরিকল্পনা ‘নেহেরু মহলানবীশ পরিকল্পনা’ নামেও পরিচিত।
■ সময়কালঃ
১৯৫৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● এই পরিকল্পনায় ভারী শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়,
● ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটানো,
● দ্রুত শিল্পায়নের উপ্প্র দৃষ্টিপাত করা,
● অর্থনৈতিক ক্ষমতা বণ্টনে ভারসাম্য প্রতিষ্ঠা করা,
● জলবিদ্যুৎ প্রকল্প ও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটানো
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৪.৫ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৪.২৭ শতাংশ
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়। তবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বেশি প্রাধ্যান্য দেওয়ায় কৃষির উন্নতি ব্যহত হয়, তাই এই পরিকল্পনায় কৃষিকেও সমান প্রাধান্য দেওয়া হয়।
■ সময়কালঃ
১৯৬১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● জাতীয় আয় প্রতি বছর ৫ শতাংশ হারে বৃদ্ধি করা,
● কৃষি ও ভারী শিল্প উভয়কেই গুরুত্ব দেওয়া,
● ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.৬ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ২.৮৪ শতাংশ
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
কৃষিক্ষেত্রের অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি।
■ সময়কালঃ
১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● আর্থিক স্বনির্ভরতা অর্জন,
● কৃষি ও শিল্পের উৎপাদন বার্ষিক ৫.৭ শতাংশ হারে বৃদ্ধি করা
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.৭ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৩.৩০ শতাংশ
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটির খসড়াটি তৈরি করেন এবং প্রবর্তন করেন ডি.পি. ধর।
■ সময়কালঃ
১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক স্বনির্ভরতা -ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য,
● গরিবী হটাও স্লোগানটি এই পরিকল্পনাতে ব্যবহৃত হয়েছিল
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৪.৪ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৪.৮ শতাংশ
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল।
■ সময়কালঃ
১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● দারিদ্র্য দূরীকরণ,
● প্রযুক্তির আধুনিকীকরণ,
● বেকারত্ব হ্রাস,
● শিবরামন কমিটির সুপারিশে ১৯৮২ সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.২ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৫.৬৬ শতাংশ
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল।
■ সময়কালঃ
১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি,
● দারিদ্র্য দূরীকরণ,
● কর্মসংস্থান বৃদ্ধি,
● প্রযুক্তির উন্নয়ন
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৬.০১ শতাংশ
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পি. ভি. নরসিমা রাও এর নেতৃত্বে।
■ সময়কালঃ
১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● দ্রুত অর্থনৈতিক বিকাশ,
● কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি,
● আমদানি ও রপ্তানি বৃদ্ধি
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৫.৬ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৬.৮ শতাংশ
নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ি এর নেতৃত্বে।
■ সময়কালঃ
১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● জীবনযাত্রার মান উন্নয়ন,
● সৃজনশীল কর্মসংস্থান বৃদ্ধি,
● আঞ্চলিক ভারসাম্য ও আত্মনির্ভরশীলতা
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৬.৫ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৫.৩৫ শতাংশ
দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি চালু হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং এর নেতৃত্বে।
■ সময়কালঃ
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● জিডিপি এর হার ৮ শতাংশ বৃদ্ধি ও ৫ শতাংশ দারিদ্রতা কমানো,
● শিক্ষা ও বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস,
● জনসংখ্যা বৃদ্ধির হার কমানো,
● সমস্ত গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা,
● দূষিত নদীগুলির শুদ্ধিকরণ,
● বনাঞ্চলের আয়তন বৃদ্ধি
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৮.১ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৭.৬ শতাংশ
একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
এই পরিকল্পনাটি তৈরী করেন অধ্যাপক সি. রঙ্গরাজন।
■ সময়কালঃ
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● বেকারত্বের হার ৫ শতাংশের নীচে আনা,
● শিক্ষায় লিঙ্গ বৈষম্যের হার কমিয়ে ১০ শতাংশ করা,
● বনাঞ্চল অঞ্চল ৫ শতাংশ বৃদ্ধি করা,
● বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী বায়ু দূষণের হার কমানো
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৯ শতাংশ এবং লক্ষ্যপূরণ হয়েছিল ৮ শতাংশ
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
পরিকল্পনা কমিশন দ্বারা এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়। এটিই হল ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
■ সময়কালঃ
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত।
■ উদ্দেশ্যঃ
● “faster, sustainable and more inclusive growth”,
● ১০ শতাংশ দারিদ্র্য দূরীকরণ
■ এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা হল ৮.২ শতাংশ
পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিডিএফ টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Five Year Plans of India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 08
Download Link : Click Here To Download
Important Questions ::
■ পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
Ans: ১৯৫০ সালে।
■ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় ?
Ans: ১৯৫১ সালে।
■ ‘গরিবী হঠাও’ স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল ?
Ans: পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
■ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন কে ?
Ans: জাতীয় উন্নয়ন পরিষদ।
■ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
Ans: তৃতীয়।
■ প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কালকে ?
Ans: ১৯৬৬ থেকে ১৯৬৯ –এই তিন বছরের সময়কালকে।
■ রোলিং প্ল্যান বা আবর্তন পরিকল্পনার সময়কাল কত ?
Ans: ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত।
This is information very nice
ReplyDelete