ICDS কর্মী ও সহায়িকা পরীক্ষার সিলেবাস PDF | ICDS Anganwadi Worker & Helper Syllabus in Bengali PDF
![]() |
ICDS কর্মী ও সহায়িকা পরীক্ষার সিলেবাস PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ICDS কর্মী ও সহায়িকা পরীক্ষার সিলেবাস PDF টি শেয়ার করলাম। যেটিতে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরণ ও সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া আছে। যার মাধ্যমে তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে।
পশ্চিমবঙ্গের হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রদত্ত সিলেবাস থেকে ধারণা নিয়ে এই সিলেবাসটি প্রস্তুত করা হয়েছে। নীচে দেওয়া লিংক থেকে সিলেবাসের পিডিএফটি সংগ্রহ নাও।
ICDS কর্মী ও সহায়িকা পরীক্ষার সিলেবাস PDF
File Details:
PDF Name : Hooghly ICDS Worker & Helper Syllabus
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
■ Official Syllabus : Download
No comments:
Post a Comment