Breaking



Wednesday 7 February 2024

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Important Question Answer in Bengali

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Anganwadi Worker & Helper Important Questions in Bengali PDF

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Anganwadi Worker & Helper Important Questions in Bengali PDF
আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর

০১. ICDS কথাটির পুরো নাম কি?
উত্তরঃ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস।

০২. ICDS হল একটি কী জাতীয় প্রকল্প?
উত্তরঃ শিশু ও নারী বিকাশ প্রকল্প।

০৩. ICDS প্রকল্পটি কবে চালু হয়?
উত্তরঃ ১৯৭৫ সালের ২রা অক্টোবর।

০৪. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৫ সালে।

০৫. সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়?
উত্তরঃ সাইকেল দেওয়া হয়।

০৬. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৮ই মে।

০৭. কোন তারিখে শিশু দিবস পালিত হয়? 
উত্তরঃ ১৪ই নভেম্বর।

০৮. বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়?
উত্তরঃ ২০১৫ সালের ২২শে জানুয়ারি।

০৯. জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে?
উত্তরঃ জেলা প্রমুখ।

১০. পুষ্টি উপাদান কয়টি?
উত্তরঃ ছয়টি।

১১. প্রোটিন বিপাক এর ফলে কি উৎপন্ন হয়?
উত্তরঃ অ্যামাইনো অ্যাসিড।

১২. আয়োডিনের অভাবে কি রোগ হয়?
উত্তরঃ গলগণ্ড।

১৩. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
উত্তরঃ ভিটামিন ডি।

১৪. UNICEF এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ইউনাইটেড নেশনস চিলড্রেন'স ফান্ড।

১৫. ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ কাসিমির ফাঙ্ক।
 
১৬. জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
উত্তরঃ যকৃত বা লিভার।

১৭. টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে?
উত্তরঃ অন্ত্র।

১৮. লালারসে কোন উৎসেচক থাকে?
উত্তরঃ টায়ালিন এবং লাইসোজাইম।

১৯. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।

২০. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়?
উত্তরঃ কর্ণাটক।

২১. দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়?
উত্তরঃ ২০২০ সালে।

২২. কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? 
উত্তরঃ বাচেন্দ্রি পাল।

২৩. ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তরঃ আন্না রাজম।

২৪. এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা মহিলা কে?
উত্তরঃ কমলজিৎ সান্ধু।

২৫. ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৬৪ সালে।

২৬. রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ৭ই মে ১৮৬১ সালে।

২৭. জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে? 
উত্তরঃ ১৯৮৯ সালে।

২৮. Women Helpline Number কবে চালু হয়?
উত্তরঃ ২০১৮ সালের ৩রা ডিসেম্বর।

২৯. NPAG এর পুরো নাম কি?
উত্তরঃ Nutrition Programme for Adolescent Girls.

৩০. ATM এর পুরো নাম কি?
উত্তরঃ Automated Teller Machine. 

৩১. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পূর্বদিকে। 

৩২. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা। 

৩৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল। 

৩৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।

৩৫. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।

৩৬. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম। 

৩৭. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় নৃত্য। 

৩৮. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 
উত্তরঃ ২৩টি। 

৩৯. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা। 

৪০. আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা, পশ্চিমবঙ্গ। 

৪১. কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়?
উত্তরঃ ১৯৮৪ সালে। 

৪২. হুগলী জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ চুঁচুড়া। 

৪৩. পূর্বে হুগলী জেলা কোন জেলার অংশ ছিলো?
উত্তরঃ বর্ধমান জেলার। 

৪৪. কত সালে হুগলী জেলা তৈরি হয়েছিলো?
উত্তরঃ ১৭৯৫ সালে। 

৪৫. হুগলী জেলার কোন ওলন্দাজদের বাণিজ্য কুঠি ছিল?
উত্তরঃ চুঁচুড়াতে।  

৪৬. হুগলী জেলায় কয়টি পুরসভা আছে?
উত্তরঃ ১১টি। 

৪৭. হুগলী জেলা দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কত অবস্থান দখল করে আছে?
উত্তরঃ তৃতীয়। 

৪৮. ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি?
উত্তরঃ হুগলী শিল্পাঞ্চল। 

৪৯. আরামবাগ কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ মুরগির হ্যাচারি শিল্পের জন্য বিখ্যাত।

৫০. অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ। 

৫১. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ। 

৫২. অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩৮০ ফুট।

৫৩. কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে। 

৫৪. কলকাতা জেলার সদর শহর কোনটি?
উত্তরঃ কলকাতা। 

৫৫. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলী। 

৫৬. কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উত্তরঃ প্রেসিডেন্সী কলেজ।

৫৭. চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ সবুজ গ্রন্থি। 

৫৮. বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি?
উত্তরঃ কুলম্ব। 

৫৯. বৃক্কের ভেতরের স্তরকে কি বলে?
উত্তরঃ মেডালা।

৬০. বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি?
উত্তরঃ নেফ্রন।

৬১. দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ ল্যাকটোমিটার।  

৬২. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ রেনগেজ।  

৬৩. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ থার্মোমিটার।

৬৪. মৌমাছি পালনকে কি বলা হয়? 
উত্তরঃ এপিকালচার। 

৬৫. পিসিকালচার কিসের সাথে সম্পর্কিত? 
উত্তরঃ মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। 

৬৬. শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
উত্তরঃ ফাইকোলজি। 

৬৭. টমেটোতে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ অক্সালিক অ্যাসিড। 

৬৮. কমলালেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড। 

৬৯. মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Homo sapiens.

৭০. হাইপোকেলেমিয়া রোগের কারণ কি?
উত্তরঃ পটাশিয়ামের অভাব। 

৭১. শব্দ যেতে পারেনা কীসের মধ্য দিয়ে?
উত্তরঃ শূন্য মাধ্যমে। 

৭২. রবিশস্য কোন মাটিতে ভালো জন্মায়?
উত্তরঃ পলি মাটিতে। 

৭৩. কোষ কথাটির স্রষ্টা কে?
উত্তরঃ রবার্ট হুক।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : ICDS Important Question Answer
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment