Breaking



Saturday 27 April 2024

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali PDF

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali
পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গ জিকে বিষয়টি থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়।

আমরা আশা রাখছি আমাদের দেওয়া এই প্রশ্নোত্তরগুলি থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর

০১. পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।

০২. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।

০৩. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পূর্বদিকে।

০৪. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।

০৫. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ চতুর্থ।

০৬. আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগনা।

০৭. জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগনা। 

০৮. বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? 
উত্তরঃ কলকাতা (আয়তন অনুসারে)।  

০৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?
উত্তরঃ পুরুলিয়া। 

১০. পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উত্তরঃ স্থলভাগ।

১১. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা।

১২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তরঃ বাংলা। 

১৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।

১৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।

১৫. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।

১৬. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম। 

১৭. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় নৃত্য।

১৮. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ। 

১৯. পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ বিধানচন্দ্র রায়। 

২০. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী। 

২১. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 
উত্তরঃ ২৩টি।

২২. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫টি। 

২৩. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ১৬টি।

২৪. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ৪২টি। 

২৫. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪টি। 

২৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ।

২৭. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ ভুটান।

২৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ ওড়িশা।

২৯. ‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।

৩০. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায়?
উত্তরঃ তিনভাগে। 

৩১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।

৩২. বক্সা কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। 

৩৩. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তরঃ গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা।

৩৪. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা।

৩৫. পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো।
উত্তরঃ দামোদর।

৩৬. ‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর।

৩৭. গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ দ্বারকেশ্বর। 

৩৮. দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ মুণ্ডেশ্বরী।

৩৯. পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? 
উত্তরঃ উত্তর ও পশ্চিম দিক থেকে।

৪০. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।

৪১. পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।  
উত্তরঃ দার্জিলিং।

৪২. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মালভূমি।

৪৩. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উত্তরঃ কয়লা।
  
৪৪. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে।
   
৪৫. পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? 
উত্তরঃ জলপাইগুড়িতে।

৪৬. কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? 
উত্তরঃ হরিণঘাটায়।
   
৪৭. গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের  অপর নাম কি? 
উত্তরঃ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
    
৪৮. বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।

৪৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

৫০. পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? 
উত্তরঃ পশ্চিমী ঝঞ্ঝা। 

৫১. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পাট শিল্প।

৫২. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।

৫৩. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী। 

৫৪. আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা, পশ্চিমবঙ্গ। 

৫৫. পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগনা।

৫৬. কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়?
উত্তরঃ ১৯৮৪ সালে।

৫৭. উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ রায়গঞ্জ।

৫৮. সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ২০১৯ সালে।

৫৯. নদীয়া জেলার সদর শহর কোনটি?
উত্তরঃ কৃষ্ণনগর।

৬০. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘রাঙামাটির দেশ’ বলা হয়?
উত্তরঃ বীরভূম জেলাকে। 

৬১. হুগলী জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ চুঁচুড়া। 

৬২. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?
উত্তরঃ বিধান চন্দ্র রায়।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : West Bengal GK in Bengali
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


12 comments:

  1. স্যার অনেক ধন্যবাদ আপনাকে।অনেক উপকৃত হচ্ছি।ভারতের প্রতিটি রাজ্যের সম্পর্কে এভাবে দিলে আমি আরো উপকৃত হোতাম।

    ReplyDelete
    Replies
    1. ঠিকাছে, আমরা চেষ্টা করবো।

      Delete
  2. অশেষ ধন‍্যবাদ আপনাদের।

    ReplyDelete
  3. Sir kono pdf download korte parchi na?

    ReplyDelete
  4. Dada West Bengal er full geography PDFta din.

    ReplyDelete
  5. Sir mines and mineral nia akta pdf dile vlo hoto

    ReplyDelete
  6. Thank you sir for all meteriyal...

    ReplyDelete
  7. Sir food & festival er akta pdf dile valo hoi

    ReplyDelete
  8. Sir ai rokom ssc GD r previous year er GS/GK r questions gulo din

    ReplyDelete
  9. Khub valo হচ্ছে স্যার

    ReplyDelete