G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF | G20 Summit 2023 MCQ Questions Answers in Bengali
![]() |
G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে জি ২০ এবং জি ২০ সম্মেলন ২০২৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন উত্তর MCQ ফরম্যাটে দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
G20 সম্মেলন 2023 MCQ
01. G20 কবে প্রতিষ্ঠিত হয় ?
ⓐ 1995 সালে
ⓑ 1997 সালে
ⓒ 1999 সালে
ⓓ 2001 সালে
02. G20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ⓐ জেনেভা
ⓑ ওয়াশিংটন ডিসি
ⓒ ব্রাসেলস
ⓓ কোনটিই নয়
03. প্রথম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
ⓐ 2008 সালে
ⓑ 2009 সালে
ⓒ 2010 সালে
ⓓ 2011 সালে
04. প্রথম G20 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি ?
ⓐ যুক্তরাজ্য
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ কানাডা
ⓓ ফ্রান্স
05. এখন পর্যন্ত কতবার G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?
ⓐ পনেরো
ⓑ সতেরো
ⓒ আঠারো
ⓓ উনিশ
06. G20 সম্মেলনের অফিশিয়াল ভাষা কি ?
ⓐ ইংরেজি
ⓑ ফরাসি
ⓒ স্প্যানিশ
ⓓ উপরের সবকটিই
07. নীচের কোনটি G20 এর সদস্য নয় ?
ⓐ মেক্সিকো
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ ইতালি
ⓓ সিঙ্গাপুর
08. 2023 সালে G20 সম্মেলনের আয়োজন করেছে কোন দেশ ?
ⓐ ভারত
ⓑ ব্রাজিল
ⓒ ফ্রান্স
ⓓ ইন্দোনেশিয়া
09. G20 সম্মেলন 2023 এর থিম কি ?
ⓐ Shaping an Interconnected World
ⓑ Fighting poverty with rigidity
ⓒ One Earth, One Family, One Future
ⓓ Making the world together
10. G20 সম্মেলন 2023 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ?
ⓐ মুম্বাই
ⓑ নিউ দিল্লী
ⓒ কলকাতা
ⓓ চেন্নাই
11. G20 সম্মেলন 2023 কত তম সম্মেলন ?
ⓐ পনেরো
ⓑ সতেরো
ⓒ আঠারো
ⓓ উনিশ
12. G20 সম্মেলনে তালিকাভুক্ত নতুন সদস্য কোনটি ?
ⓐ ইউরোপিয়ান ইউনিয়ন
ⓑ আফ্রিকান ইউনিয়ন
ⓒ সবগুলিই
ⓓ কোনটিই নয়
13. G20 সম্মেলন 2023 লোগোর অনুপ্রেরণা কি ?
ⓐ ভারতের জাতীয় পতাকা
ⓑ রাশিয়ার জাতীয় পতাকা
ⓒ ফ্রান্সের জাতীয় পতাকা
ⓓ কোনটিই নয়
14. কোন দেশ 2024 সালের G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ ভারত
ⓒ ব্রাজিল
ⓓ দক্ষিণ আফ্রিকা
15. কোন দেশ 2025 সালের G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ ভারত
ⓒ ব্রাজিল
ⓓ দক্ষিণ আফ্রিকা
File Details:
PDF Name : G20 Summit 2023
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment