জি ২০ সম্মেলন ও সদস্য দেশ তালিকা PDF | G20 : List of Summits and Members
![]() |
G20 সম্মেলন তালিকা | G20 সদস্য দেশ |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে G20 সম্মেলন ও সদস্য দেশের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে প্রথম থেকে বর্তমান সময় পর্যন্ত সংঘটিত সমস্ত জি ২০ সম্মেলন এবং জি ২০ এর সমস্ত সদস্য দেশের একটি তালিকা দেওয়া আছে। এই টপিকটি চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী।
G20 সম্মেলন তালিকা
সম্মেলন | তারিখ | আয়োজক দেশ |
---|---|---|
১ | ১৪-১৫ নভেম্বর ২০০৮ | যুক্তরাষ্ট্র |
২ | ২ এপ্রিল ২০০৯ | যুক্তরাজ্য |
৩ | ২৪-২৫ সেপ্টেম্বর ২০০৯ | যুক্তরাষ্ট্র |
৪ | ২৬-২৭ জুন ২০১০ | কানাডা |
৫ | ১১-১২ নভেম্বর ২০১০ | দক্ষিণ কোরিয়া |
৬ | ৩-৪ নভেম্বর ২০১১ | ফ্রান্স |
৭ | ১৮-১৯ জুন ২০১২ | মেক্সিকো |
৮ | ৫-৬ সেপ্টেম্বর ২০১৩ | রাশিয়া |
৯ | ১৫-১৬ নভেম্বর ২০১৪ | অস্ট্রেলিয়া |
১০ | ১৫-১৬ নভেম্বর ২০১৫ | তুরস্ক |
১১ | ৪-৫ সেপ্টেম্বর ২০১৬ | চীন |
১২ | ৭-৮ জুলাই ২০১৭ | জার্মানি |
১৩ | ৩০ নভেম্বর-১ ডিসেম্বর ২০১৮ | আর্জেন্টিনা |
১৪ | ২৮-২৯ জুন ২০১৯ | জাপান |
১৫ | ২১-২২ নভেম্বর ২০২০ | সৌদি আরব |
১৬ | ৩০-৩১ অক্টোবর ২০২১ | ইতালি |
১৭ | ১৫-১৬ নভেম্বর ২০২২ | ইন্দোনেশিয়া |
১৮ | ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ | ভারত |
১৯ | ২০২৪ | ব্রাজিল |
২০ | ২০২৫ | দক্ষিণ আফ্রিকা |
G20 সদস্য দেশ তালিকা
বর্তমানে জি ২০ -তে মোট ২০টি সদস্য দেশ রয়েছে। নীচে দেশগুলির নাম দেওয়া হল-
- আর্জেন্টিনা
- অস্ট্রেলিয়া
- ব্রাজিল
- কানাডা
- চীন
- ফ্রান্স
- জার্মানি
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইতালি
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- মেক্সিকো
- রাশিয়া
- সৌদি আরব
- দক্ষিণ আফ্রিকা
- তুরস্ক
- যুক্তরাজ্য
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ইউরোপীয় ইউনিয়ন
পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : G20 : List of Summits and Members
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment