Breaking



Friday 19 January 2024

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF | First Female in West Bengal

বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF | First Female in West Bengal

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF | First Female in West Bengal
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা

ক্ষেত্র পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
প্রথম শহীদ মাতঙ্গিনী হাজরা
প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
প্রথম রাজ্যপাল পদ্মজা নাইডু
প্রথম জেলাশাসক রানু ঘোষ
প্রথম অ্যাকাডেমী পুরস্কার মৈত্রেয়ী দেবী
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী
প্রথম লেনিন শান্তি পুরস্কার অরুণা আসফ আলী
প্রথম IAS রমা মজুমদার
প্রথম MA পাশ চন্দ্রমুখী বসু
প্রথম ডি. এস. সি. অসীমা চট্টোপাধ্যায়
প্রথম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী
প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ
প্রথম ব্যারিস্টার রোজিনা গুহ
প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন
প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত
প্রথম কমার্শিয়াল পাইলট দূর্বা বন্দ্যোপাধ্যায়
প্রথম প্যারাসুট অবতরণ গীতা চন্দ্র
প্রথম এভারেস্ট আরোহনকারী শিপ্রা মজুমদার
প্রথম এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : First Female in West Bengal
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment