বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা তালিকা PDF | Dicoverers of Gases
![]() |
বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন গ্যাসের আবিষ্কারক এবং আবিষ্কারের সালের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় অক্সিজেন গ্যাস কে আবিষ্কার করেন ? কার্বন ডাই অক্সাইড কে কবে আবিষ্কার করেন ? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা
গ্যাস | আবিষ্কর্তা | সাল |
---|---|---|
কার্বন ডাই অক্সাইড | জোসেফ ব্ল্যাক | ১৭৫০ |
হাইড্রোজেন | হেনরী ক্যাভেন্ডিস | ১৭৬৬ |
নাইট্রোজেন | ড্যানিয়েল রাদারফোর্ড | ১৭৭২ |
অক্সিজেন | জোসেফ প্রিস্টলে | ১৭৭৪ |
অ্যামোনিয়া | জোসেফ প্রিস্টলে | ১৭৭৫ |
কার্বন মনোক্সাইড | ডে লেসসন | ১৭৭৬ |
মিথেন | অ্যালেসস্যান্ড্র ভোল্টা | ১৭৭৬-৭৮ |
ওজোন | সোনবাঁ | ১৮৪০ |
আর্গন | র্যালিথ ও র্যামজে | ১৮৯৪ |
হিলিয়াম | উইলিয়াম র্যামজে | ১৮৯৫ |
ক্রিপটন | র্যামজে ও ট্রাভার্স | ১৮৯৫ |
জেনন | র্যামজে ও ট্রাভার্স | ১৮৯৮ |
নিয়ন | র্যামজে ও ট্রাভার্স | ১৮৯৮ |
তালিকাটির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Dicoverers of Gases
Language : Bengali
Size : 03 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment