Breaking



Monday 29 May 2023

Kolkata Police GK Question in Bengali

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর | Kolkata Police GK Question in Bengali PDF | Part-05

Kolkata Police GK Question in Bengali
Kolkata Police GK Question in Bengali
কলম 
নমস্কার বন্ধুরা,
আজও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতা পুলিশ পরীক্ষার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police GK 05 :

৮১. 'কৌলিন্য প্রথা' কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বল্লাল সেন ।

৮২. একাধিক হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর দেহে ?
উত্তরঃ কেঁচো।

৮৩. পৃথিবীর একদিন চাঁদের কত দিনের সমান ?
উত্তরঃ ১৪ দিনের সমান।

৮৪. প্রথম সবাক চিত্র কোনটি ?
উত্তরঃ আলম আরা।

৮৫. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি ?
উত্তরঃ জামনগর।

৮৬. কোন শহরকে 'ভারতের প্যারিস' বলা হয় ?
উত্তরঃ জয়পুর।

৮৭. ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কি থেকে ?
উত্তরঃ কয়লা।

৮৮. যানবাহনে কোন দর্পণ ব্যবহৃত হয় ?
উত্তরঃ উত্তল দর্পণ।

৮৯. শের-ই-পাঞ্জাব কাকে বলা হয় ?
উত্তরঃ রঞ্জিৎ সিংহকে।

৯০. দিল্লির 'লালকেল্লা' কে নির্মাণ করেন ?
উত্তরঃ শাহজাহান।

৯১. 'ভিব্ৰিও কলেরি' কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ?
উত্তরঃ কলেরা।

৯২. আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম হল ?
উত্তরঃ ব্ল্যাকফুট ডিজিজ।

৯৩. পশ্চিমবঙ্গের আইনসভা কত কক্ষ বিশিষ্ট্য ?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ঠ।

৯৪. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন C। 

৯৫. মহিলারা কোন সালে প্রথম অলিম্পিকে অংশ নেয় ?
উত্তরঃ ১৯০০ সালে।

৯৬. অন্ত‍্যোদয় যোজনা প্রথম কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৮৮-৮৯ সালে।

৯৭. 'সংবাদ কৌমুদি' পত্রিকাটির কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায় ।

৯৮. কোন উদ্ভিদকে ইংরাজিতে 'লুকিং গ্লাস ট্রি' নামে  অভিহিত করা হয় ?
উত্তরঃ সুন্দরী।

৯৯. মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম।

১০০. ভারতের কোন শহরকে 'Capital City' বলা হয় ?
উত্তরঃ মুম্বাই।

প্রশ্ন উত্তর গুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police GK 05
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment