SSC MTS Important GK Questions PDF in Bengali Part-03 | SSC MTS General Awareness
![]() |
SSC MTS Important GK Questions PDF in Bengali |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকেও তোমাদের জন্য রইলো SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জিকে প্রশ্ন ও উত্তর। প্রশ্নগুলি সিলেবাস অনুযায়ী ও বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে প্রস্তুত করা হয়েছে। আশা রাখছি এই জিকে প্রশ্নগুলি তোমাদের আগত SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
SSC MTS Important GK Questions 03 :
৫১. আফ্রিকার মুক্তভূমি বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ লাইবেরিয়াকে।
৫২. কোন শহরকে দক্ষিণের রাণী বলা হয় ?
উত্তরঃ সিডনিকে।
৫৩. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২৮টি।
৫৪. বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?
উত্তরঃ ২৫টি।
৫৫. উড়ন্ত শিখ কাকে বলা হয় ?
উত্তরঃ মিলখা সিং।
৫৬. সুন্দরবন দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২১শে আগস্ট।
৫৭. মিনা কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?
উত্তরঃ রাজস্থান।
৫৮. প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ কেসি নিয়োগী।
৫৯. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?
উত্তরঃ বিটা।
৬০. রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে কী বলে ?
উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।
৬১. কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম ?
উত্তরঃ লাল।
৬২. বাবরের প্রকৃত নাম কী ?
উত্তরঃ জহির উদ্দিন মোহাম্মদ।
৬৩. বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত ?
উত্তরঃ তিনজন।
৬৪. কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু।
৬৫. লোকসভার কোনও সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন ?
উত্তরঃ স্পীকার।
৬৬. লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে যুক্ত করেছে ?
উত্তরঃ সুয়েজ খাল।
৬৭. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উত্তরঃ ভিটামিন বি।
৬৮. বছরের কোন দিনটিকে মহাবিষুব বলে ?
উত্তরঃ ২১শে মার্চ।
৬৯. ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
৭০. দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ আনাইমুদি।
৭১. জাপানে পারস্যে কাব্যের রচয়িতা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৭২. কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তরঃ ককলিয়া।
৭৩. পৃথিবীর অন্তরতম স্তরকে কী বলা হয় ?
উত্তরঃ কোর।
৭৪. সূর্যের দৃশ্যমান পীতমণ্ডলকে কী বলা হয় ?
উত্তরঃ আলোকমণ্ডল।
৭৫. শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কী ?
উত্তরঃ অডিটরি।
প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : SSC MTS General Awareness 03
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment