বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা তালিকা PDF | Founders of Religions and Doctrines
![]() |
| বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ ইতিহাস জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রতিষ্ঠাতা বা প্রবর্তকের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রতিষ্ঠাতা বা প্রবর্তকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
জৈন ধর্মের প্রবর্তক কে? শিখ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, তাই সময় নষ্ট না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক
| ধর্ম/মতবাদ | প্রবর্তক/প্রতিষ্ঠাতা |
|---|---|
| শিখ ধর্ম | গুরুনানক |
| বৌদ্ধ ধর্ম | গৌতম বুদ্ধ |
| জৈন ধর্ম | ঋষভনাথ |
| বৈষ্ণব ধর্ম | চৈতন্যদেব |
| অজ্ঞেয়তাবাদ | দীর্ঘতমা |
| দ্বৈতবাদ | বল্লভাচার্য |
| অদ্বৈতবাদ | শঙ্করাচার্য |
| কর্মবাদ | গৌতম বুদ্ধ |
| দীন-ই-ইলাহী | আকবর |
| প্রজ্ঞাত্মনবাদ | প্রতর্দন |
| চতুর্যাম সম্বর | পার্শ্বনাথ |
| কালবাদ | অঘমর্ষণ |
| অবিনশ্বরবাদ | গার্গ্যায়ন |
| পঞ্চ মহোদ্বয় | মহাবীর |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download

Nice work
ReplyDelete