Breaking



Tuesday 16 January 2024

ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র শৈলী তালিকা PDF | চিত্র কলা

ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র শৈলী তালিকা PDF | Folk Arts of Indian States PDF in Bengali

ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র শৈলী তালিকা PDF | Folk Arts of Indian States
ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র শৈলী তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র শৈলী তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা বা চিত্র শৈলীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে কলমকারি চিত্র শৈলী কোন রাজ্যের? মধুবনী কোন রাজ্যের চিত্রকলা? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র কলা বা চিত্র শৈলী

রাজ্য চিত্র শৈলী
পশ্চিমবঙ্গ কালীঘাট পটচিত্র, পটুয়া, চাকসুদান
গোয়া গোয়া ফক আর্ট
পাঞ্জাব শিখ স্কুল অফ আর্ট
সিকিম থাংকা চিত্রকলা
অরুণাচল প্রদেশ থাংকা চিত্রকলা
মহারাষ্ট্র পিঙ্গুলি, চিত্রকাঠি
উত্তরপ্রদেশ সানঝি, আইপন
হিমাচল প্রদেশ কাংরা, চাম্বা
নাগাল্যান্ড নাগাল্যান্ড ক্লথ পেন্টিংস
ত্রিপুরা বাম্বু ওয়ার্ক ফর্ম ত্রিপুরা
বিহার মধুবনী, সাঁওতাল, মিকা, মঞ্জুষা
মেঘালয় কার্ট অ্যান্ড বাম্বু ক্রাফট
ওড়িশা পটচিত্র, সৌরচিত্র, চিত্রপথি
তামিলনাড়ু তাঞ্জর, মিকা, মুরাল পেন্টিংস
হরিয়ানা রাজপুত স্কুল অফ ওয়াল পেন্টিং, রোহতাক পেন্টিং
কর্ণাটক চিত্তরা, গঞ্জিফা চিত্র, মহীশূর স্টাইল
আসাম আসামিজ ক্রল পেন্টিংস, আসাম ফক পেন্টিং
মধ্যপ্রদেশ গণ্ড চিত্র, ভিল, মান্দানা, সাঞ্ঝি
কেরালা কেরালা মুরাল, কথাকলি বডি পেন্টিংস, কালামেঝুথু
তেলেঙ্গানা চেরিয়াল ক্রল আর্ট, নির্মল আর্ট, কলমকারি
উত্তরাখণ্ড গাড়োয়াল স্কুল অফ আর্ট, আইপান, পীঠ
ছত্তিশগড় ডোকরা, পিথোরা, গোধনা
গুজরাট মাটা নি পাচেদি, রাথবা, রোগান
অন্ধ্রপ্রদেশ কলমকারি, তিরুপতি স্কুল অফ পেন্টিং
ঝাড়খণ্ড ডোকরা চিত্র, পাইটকার, জাদোপাতিয়া পেন্টিংস, সহরাই চিত্র
রাজস্থান ফাড, পিচওয়াই, কিশানগড়, ধেনু, কাভাদ
পুদুচেরি পুদুচেরি বোমাই
লাক্ষাদ্বীপ শেল ক্রাফ ফর্ম লাক্ষাদ্বীপ
জম্মু ও কাশ্মীর পেপার মাচা, বাশলি
লাদাখ তিব্বতি এবং থাংকা চিত্র

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Folk Arts of Indian States
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment