Breaking



Sunday 25 February 2024

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF | নাম, সাল ও রাজ্য

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF | List of Biosphere Reserves in India Bengali PDF

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF | List of Biosphere Reserves in India Bengali PDF
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF | নাম, সাল ও রাজ্য
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সমস্ত ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, প্রতিষ্ঠা সাল ও কোন রাজ্যে অবস্থিত তার তালিকা দেওয়া আছে। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। 

বায়োস্ফিয়ার রিজার্ভ হল এমন একটি সুনির্দিষ্ট ভৌগলিক অঞ্চল যেখানে বিপন্ন, বিরল ও বিপদাপন্ন উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠীদের একত্রিতভাবে সংরক্ষণ করা হয়। ভারতে মোট ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে ১২টি UNESCO-র MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ হল পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ।

ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ

বায়োস্ফিয়ার রিজার্ভ সাল রাজ্য
নীলগিরি ১৯৮৬ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক
নন্দাদেবী ১৯৮৮ উত্তরাখণ্ড
নকরেক ১৯৮৮ মেঘালয়
মান্নার উপসাগর ১৯৮৯ তামিলনাড়ু
সুন্দরবন ১৯৮৯ পশ্চিমবঙ্গ
গ্রেট নিকোবর ১৯৮৯ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
মানস ১৯৮৯ আসাম
সিমলিপাল ১৯৯৪ ওড়িশা
ডিব্রু-সাইখোয়া ১৯৯৭ আসাম
ডিহং-ডিবং ১৯৯৮ অরুণাচল প্রদেশ
পাঁচমারি ১৯৯৯ মধ্যপ্রদেশ
কাঞ্চনজঙ্ঘা ২০০০ সিকিম
অগস্ত্য মালাই ২০০১ কেরালা, তামিলনাড়ু
অচানকমার-অমরকন্টক ২০০৫ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
কচ্ছের রণ ২০০৮ গুজরাট
কোল্ড ডেসার্ট ২০০৯ হিমাচলপ্রদেশ
সেশাচলম হিল ২০১০ অন্ধ্রপ্রদেশ
পান্না ২০১১ মধ্যপ্রদেশ

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Biosphere Reserves in India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


1 comment:

  1. Thank you kolom
    When I have a problem in study
    You should help me☺️☺️☺️

    ReplyDelete