বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF | Raja o Montri
কলম ✏
সুপ্রিয় ছাত্রছাত্রী,
আজকের পোস্টে বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ঐতিহাসিক বিভিন্ন রাজা বা সুলতান ও তাদের মন্ত্রীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে বীরসেন কার মন্ত্রী ছিলেন? দেবপালের মন্ত্রী কে ছিলেন? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম
রাজার নাম | মন্ত্রীর নাম |
---|---|
আলেকজান্ডার | সেলুকাস |
ঔরঙ্গজেব | শায়েস্তা খাঁ |
বৃহদ্রথ | পুষ্যমিত্র শুঙ্গ |
হরিহর | সায়নাচার্য |
মুহম্মদ শাহ | মেহমুদ গাওয়ান |
চন্দ্রগুপ্ত মৌর্য | চানক্য |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | বীরসেন |
দেবপাল | দর্ভপানি |
নাগদশক | শিশুনাগ |
পেশোয়া মাধবরাও | নানা ফরনবীশ |
বুক্কা | মাধব বিদারন্য |
মহম্মদ আদিল শাহ | হিমু |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Raja o Montri
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment