Sunday, 10 July 2022

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of Indian Constitution

[PDF] ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of Indian Constitution in Bengali

[PDF] ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of Indian Constitution in Bengali
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যার মাধ্যমে তোমরা ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কয়টি ও কি কি সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে।

সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার PDF টি সংগ্রহ করে নিও।

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার

■ মৌলিক অধিকারঃ 
কোনো দেশের সকল জনগণকে কোনো রকম ভেদাভেদ ছাড়াই যে মৌলিক মানবাধিকার গুলি প্রদান করা হয়, তাকেই মৌলিক অধিকার বলা হয়। 

ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে (Part-III) ১২-৩৫ নং ধারার মধ্যে মৌলিক অধিকারের বিষয়টি উল্লেখিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত হয়েছে।  

ভারতীয় সংবিধানের মূল সংবিধানে মোট ৭টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিলো, কিন্তু ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনী আইন এর মাধ্যমে ‘সম্পত্তির অধিকার’ -টিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে সাধারণ আইনই অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। 

সুতরাং বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা ৬টি। যথা- 

০১. সাম্যের অধিকার (১৪-১৮ নং ধারা)
০২. স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা)
০৩. শোষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা)
০৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা)
০৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (২৯-৩০ নং ধারা)
০৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২ নং ধারা)

■ সাম্যের অধিকারঃ
ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ নং ধারায় বর্ণিত সাম্যের অধিকার গুলি হল -  
১৪ নং ধারাঃ আইনের দৃষ্টিতে সাম্য
১৫ নং ধারাঃ বৈষম্যের নিষেধাজ্ঞা
১৬ নং ধারাঃ সরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমানাধিকার
১৭ নং ধারাঃ অস্পৃশ্যতা বিলুপ্তি
১৮ নং ধারাঃ খেতাব নিষিদ্ধকরণ

■ স্বাধীনতার অধিকারঃ
ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নং ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকার গুলি হল -
১৯ নং ধারাঃ এই ধারায় ৬ প্রকার অধিকার সংযোজিত আছে, সেগুলি হল -
ক) স্বাধীনভাবে বাক্ ও মতামত প্রকাশের অধিকার;
খ) শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার;
গ) সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার;
ঘ) ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার;
ঙ) ভারত ভূখণ্ডের যেকোনো অংশে থাকা বা বসবাসের অধিকার;
চ) যেকোনো বৃত্তি, পেশা বা ব্যবসা-বাণিজ্য করার অধিকার।
২০ নং ধারাঃ দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা
২১ নং ধারাঃ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার
২২ নং ধারাঃ গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা

■ শোষণের বিরুদ্ধে অধিকারঃ 
ভারতীয় সংবিধানের ২৩ ও ২৪ নং ধারায় উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকার গুলি হল -
২৩ নং ধারাঃ মানুষ কেনাবেচা, বেগার প্রথা, শক্তিপ্রয়োগ দ্বারা শ্রমদান নিষিদ্ধকরণ
২৪ নং ধারাঃ শিশুশ্রম নিষিদ্ধকরণ

■ ধর্মীয় স্বাধীনতার অধিকারঃ 
ভারতীয় সংবিধানের ২৫ থেকে ও ২৮ নং ধারায় উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার গুলি হল -
২৫ নং ধারাঃ বিবেকের স্বাধীনতা, ধর্মস্বীকার, ধর্মপালন ও ধর্মপ্রচারের স্বাধীনতা
২৬ নং ধারাঃ ধর্মীয় কার্যাবলী পরিচালনের স্বাধীনতা
২৭ নং ধারাঃ ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ
২৮ নং ধারাঃ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানে নিষিদ্ধকরণ

■ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারঃ
ভারতীয় সংবিধানের ২৯ ও ৩০ নং ধারায় উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকার গুলি হল -
২৯ নং ধারাঃ সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ
৩০ নং ধারাঃ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার

■ সাংবিধানিক প্রতিবিধানের অধিকারঃ
মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য এবং মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সংবিধানে যে অধিকারগুলি লিপিবদ্ধ হয়েছে, তাদের বলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 

এটি হল সেই অধিকার যার মাধ্যমে মৌলিক অধিকার উলঙ্ঘন হলে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া যায়।  ভারতীয় সংবিধানে ৩২ নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি উল্লিখিত হয়েছে। 

৩২ নং ধারা বলে সুপ্রিমকোর্ট ও ২২৬ নং ধারা বলে হাইকোর্ট ৫ ধরনের লেখ (writ) জারি করে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করতে পারে। এই লেখ গুলি হল -
ক) বন্দী প্রত্যক্ষীকরণ
খ) পরমাদেশ
গ) প্রতিষেধ
ঘ) অধিকার পৃচ্ছা
ঙ) উৎপ্রেষণ

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Fundamental Rights of Indian Constitution
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Important Questions ::

■ বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি ও কি কি ?
Ans: বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা ৬টি। যথা- সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

■ মৌলিক অধিকার কত নম্বর ধারায় আছে ?
Ans: ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ের ১২-৩৫ নং ধারায় মৌলিক অধিকারের বিষয়টি উল্লেখিত রয়েছে।

■ মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্র।

■ মৌলিক অধিকারের বৈশিষ্ট্য -
Ans: মৌলিক অধিকারগুলি অবাধ ও অনিয়ন্ত্রিত নয়, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য।

■ ভারতীয় সংবিধানে লেখ জারি করার ধারণাটি কোন দেশ থেকে গৃহীত ?
Ans: ব্রিটিশ।

■ কোন অধিকারটিকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?
Ans: সম্পত্তির অধিকার।

No comments:

Post a Comment